CBSE-র সূচিতে রদবদল! দশম ও দ্বাদশের কোন পরীক্ষা পিছিয়ে গেল? জানুন বিস্তারিত

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৩৫: সিবিএসই (CBSE) আগামী বছরের বোর্ড পরীক্ষার সময়সূচিতে সংশোধন করেছে। ঘোষণায় বলা হয়েছে, ৩ মার্চের পরীক্ষাগুলি স্থগিত করা হয়েছে। তবে পরীক্ষার্থীদের জানানো হয়েছে, বাকি দিনগুলির পরীক্ষার সূচি অপরিবর্তিত থাকবে।
কবে হবে স্থগিত পরীক্ষা?
বোর্ডের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, দশম শ্রেণির যে পরীক্ষাটি ৩ মার্চ হওয়ার কথা ছিল, তা পিছিয়ে ১১ মার্চ নেওয়া হবে। অন্যদিকে, দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে এই পরিবর্তনের ব্যবধান অনেকটাই বেশি। দ্বাদশের ৩ মার্চের পরীক্ষাটি এক মাসেরও বেশি সময় পিছিয়ে ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে।
কোন কোন বিষয়ের পরীক্ষা পিছিয়ে গেল?
সিবিএসই সূত্রে খবর, ৩ মার্চ মূলত দশম শ্রেণির বেশ কিছু ভাষা ও ঐচ্ছিক পত্রের পরীক্ষা ছিল। বিষয়গুলি হলো- তিব্বতি, জার্মান, এনসিসি (NCC), ভোটি, বোড়ো, তাংখুল, জাপানি, ভুটিয়া, স্পেনীয়, কাশ্মীরি, মিজো, বাহসা মেলায়ু। এছাড়াও বুক কিপিং ও অ্যাকাউন্টেন্সির মতো গুরুত্বপূর্ণ বিষয়ও এই তালিকায় রয়েছে।
২০২৬ সাল থেকে নয়া নিয়ম
পরীক্ষার সূচি পরিবর্তনের পাশাপাশি ২০২৬ সাল থেকে বোর্ড পরীক্ষায় আমূল সংস্কারের কথাও মনে করিয়ে দেওয়া হয়েছে। ২০২৬ থেকে দশম শ্রেণিতে বছরে দু’বার বোর্ড পরীক্ষা আয়োজিত হবে।
* প্রথম পর্বের পরীক্ষা শেষ হবে ১০ মার্চের মধ্যে।
* দ্বিতীয় পর্বের পরীক্ষা শুরু হবে ১৫ মে থেকে।
যেসব পরীক্ষার্থী প্রথম পর্বের ফলাফলে সন্তুষ্ট হবে না, তারা মান উন্নয়নের জন্য দ্বিতীয় পর্বের পরীক্ষায় বসার সুযোগ পাবে। সাধারণত অধিকাংশ পরীক্ষা সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হয়ে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। তবে কিছু স্বল্প দৈর্ঘ্যের বিষয়ের পরীক্ষা দুপুর ১২টা ৩০ মিনিটে শেষ হবে।
পরীক্ষার্থীদের প্রতি পরামর্শ
সিবিএসই-র তরফে ২০২৬ সালের পরীক্ষার্থীদের জন্য বিশেষ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে
১. সংশোধিত তারিখগুলি সতর্কভাবে নোট করে নিতে হবে।
২. যে পরীক্ষাগুলির তারিখ বদলায়নি, সেগুলির প্রস্তুতি মূল রুটিন অনুযায়ী চালিয়ে যেতে হবে।
৩. বিভ্রান্তি এড়াতে স্কুলের মাধ্যমে বা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়মিত আপডেট চেক করতে হবে।