Operation Sindoor-র পর দেশীয় প্রযুক্তিনির্ভর ভারতীয় সেনার শক্তি বৃদ্ধিতে জোর CDS-র

July 16, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৪২: ভবিষ্যতের যুদ্ধের জন্য দেশীয় প্রযুক্তিতে জোর দিচ্ছেন ভারতীয় সেনা প্রধান। অপারেশন সিঁদুরের পর তাই জেনারেল অনিল চৌহানের (CDS Anil Chauhan) বার্তা “গতকালের অস্ত্র নয়, চাই আগামী দিনের প্রযুক্তি।”

অপারেশন সিঁদুরের (Operation Sindoor) সাফল্যের পরে সেনাবাহিনী আরও শক্তিশালী ও প্রযুক্তিনির্ভর হয়ে ওঠার পথে এগোচ্ছে। বুধবার দিল্লিতে ইউএভি ও কাউন্টার-ইউএএস (C-UAS) সিস্টেম বিষয়ক এক প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি জানান, আধুনিক যুদ্ধে জয় পেতে হলে ভবিষ্যতের প্রযুক্তিকে অবলম্বন করতে হবে।

সেনা প্রধান বলেন, যুদ্ধক্ষেত্রে অতীতের অস্ত্র ও কৌশলে আধুনিক পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়। প্রতিরক্ষা খাতে এখনও বহু ক্ষেত্রে বিদেশি প্রযুক্তির উপর নির্ভর করতে হয়, যা সেনাবাহিনীর দুর্বলতার কারণ হতে পারে। তাই ভবিষ্যতের যেকোনও অভিযানের জন্য দেশীয় প্রযুক্তির উপর নির্ভরযোগ্যতা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

চৌহান আরও জানান, ধীরে এগোলেও ড্রোন প্রযুক্তি আজ প্রতিরক্ষা কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। নজরদারি থেকে শুরু করে যুদ্ধ পরিচালনা, সবক্ষেত্রেই ড্রোনের ব্যবহার এক নতুন দিক তৈরি করেছে। ফলে এই প্রযুক্তি ও এর প্রতিরোধমূলক ব্যবস্থা, অর্থাৎ কাউন্টার-ড্রোন সিস্টেমেও দ্রুত উন্নয়ন জরুরি।

অপারেশন সিঁদুর প্রসঙ্গে সেনা প্রধান বলেন, ১০ মে পাকিস্তান ভারতের উপর ড্রোন হামলা চালানোর চেষ্টা করে, যা ভারতীয় সেনাবাহিনী সফলভাবে প্রতিহত করে। এই হামলায় দেশের কোনও ক্ষতি হয়নি এবং বেশ কিছু ড্রোন প্রায় অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। এই ঘটনার অভিজ্ঞতা স্পষ্ট করে দিয়েছে, ভারতের ভৌগলিক ও কৌশলগত পরিস্থিতির নিরিখে দেশীয় প্রযুক্তির প্রয়োজনীয়তা কতটা বেশি।

সেনা প্রধান আরও বলেন, অস্ত্র ও যুদ্ধের চরিত্র এখন অনেকটাই বদলে গেছে। ভারী অস্ত্রশস্ত্রের বদলে এখন হালকা, কার্যকর এবং উচ্চ প্রযুক্তিসম্পন্ন সরঞ্জামের গুরুত্ব বেড়েছে। ট্যাঙ্ক, বিমান, রাইফেল—সবকিছুই হয়ে উঠেছে দ্রুতগামী ও প্রযুক্তি-নির্ভর। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সেনাবাহিনীকেও নিজেকে ঢেলে সাজাতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen