ভারত-পাকিস্তান যুদ্ধ বন্ধে নেপথ্যে অন্যতম বড় কারণ হল ব্যবসা, বড় দাবি ট্রাম্পের

গত শনিবার দুই দেশ যুদ্ধবিরতি ঘোষণা করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, তাঁর মধ্যস্থতাতেই এটা সম্ভব হয়েছে।

May 12, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাত ৮টায় জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতা শুরুর ঠিক আধ ঘণ্টা আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন, দুই দেশকে চাপ দিয়ে সংঘর্ষবিরতি করেছি।

জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানার ঘটনার বদলা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’ অভিযান করেছে ভারত। তার পাল্টা দেওয়ার চেষ্টাও করে পাকিস্তান। সীমান্তে বিগত কয়েক দিনে লাগাতার সংঘর্ষ হয়েছে দুই দেশের মধ্যে। গত ৭ মে থেকে কার্যত যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে গত শনিবার দুই দেশ যুদ্ধবিরতি ঘোষণা করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, তাঁর মধ্যস্থতাতেই এটা সম্ভব হয়েছে। সোমবার তাঁর আরও বড় দাবি, দুই দেশের মধ্যে পরমাণু যুদ্ধ আটকেছেন তিনি।

সোমবার হোয়াইট হাউসে বক্তৃতার শুরুতেই ভারত-পাকিস্তানের প্রসঙ্গে মন্তব্য করেন তিনি। ট্রাম্প জানান, মার্কিন প্রশাসন মধ্যস্থতা করে দুই দেশের মধ্যে তাৎক্ষণিক সংঘর্ষবিরতি ঘটিয়েছে। এটি একটি স্থায়ী সংঘর্ষবিরতি হবে বলেও আশাবাদী তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, “ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি ভয়ঙ্কর সংঘর্ষ বন্ধ করা গিয়েছে। দুই দেশেরই প্রচুর পরমাণু অস্ত্র রয়েছে। দেখে মনে হচ্ছিল, দুই দেশের কেউই থামতে চাইছে না।” ট্রাম্প জানান, এই অবস্থায় মধ্যস্থতা করতে নেমে দুই দেশের সঙ্গেই বাণিজ্য বন্ধের হুঁশিয়ারি দিয়েছিল আমেরিকা।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমরা বলেছিলাম, এটা বন্ধ করুন। আমরা আপনাদের সঙ্গে অনেক বাণিজ্য করতে পারি। আপনারা এটা বন্ধ করলে আমরা বাণিজ্য করতে পারি। কিন্তু যদি আপনারা এটা বন্ধ না-করেন, আমরা (আপনাদের সঙ্গে) কোনও বাণিজ্য করব না।” এর পরে ট্রাম্প নিজেই জানান, বাণিজ্যিক বিষয়টিকে তিনি যে ভাবে ব্যবহার করেন, তা অন্য কেউ ব্যবহার করতে পারেন না। ট্রাম্প আরও বলেন, “তারা (ভারত এবং পাকিস্তান) যুদ্ধ বন্ধ করার নেপথ্যে অন্যতম বড় কারণ হল ব্যবসা।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen