SIR শেষ হলেই জনগণনা, সময়সূচি ও পদ্ধতি জানাল কেন্দ্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৩৮: পশ্চিমবঙ্গসহ দেশের ১২টি রাজ্যে বর্তমানে চলছে এসআইআর (SIR) এর কাজ। এর মধ্যেই কেন্দ্রীয় সরকার ঘোষণা করল আগামী জনগণনা (Census 2026-27) কবে এবং কীভাবে হবে। মঙ্গলবার লোকসভায় আলোচনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় (Nityananda Rai) বিষয়টি স্পষ্ট করেন।
প্রথম দফায় ২০২৬ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এই পর্যায়ে বাড়ির তালিকা তৈরি ও বাড়ির গণনা হবে। দ্বিতীয় দফায় ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে নাগরিকদের সংখ্যার গণনা হবে।
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সুবিধামতো টানা ৩০ দিনের সময় বেছে নেওয়া যাবে। লাদাখ, জম্মু-কাশ্মীরের তুষারাবৃত এলাকা, হিমাচল ও উত্তরাখণ্ডের কিছু অংশে পরিস্থিতি বিবেচনায় ২০২৬ সালের সেপ্টেম্বরেই গণনা সম্পন্ন করা হবে।
জনগণনার প্রশ্নপত্র চূড়ান্ত হয় বিভিন্ন মন্ত্রক, দফতর, সংস্থা ও তথ্য ব্যবহারকারীদের পরামর্শ নিয়ে। ১৫০ বছরের অভিজ্ঞতা প্রতিটি নতুন গণনায় কাজে লাগানো হয় বলে জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
এই আদমশুমারিতে জাতিভিত্তিক গণনা অন্তর্ভুক্ত হবে। এ বছরের ৩০ এপ্রিল রাজনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৭ সালের জনগণনা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে হবে। তথ্য সংগ্রহ করা হবে মোবাইল অ্যাপের মাধ্যমে। নাগরিকরা চাইলে অনলাইন সেলফ-এনুমারেশন সুবিধা ব্যবহার করে নিজের তথ্য নিজেই জমা দিতে পারবেন।
যদিও জনগণনার কাজ শুরু হওয়ার সময় নির্ধারিত হয়েছে, চূড়ান্ত হিসেব কবে প্রকাশ করা হবে তা এখনও স্পষ্ট নয়। কারণ ২০২৯ সালে আবারও জনগণনা হওয়ার কথা, তার আগে ফলাফল প্রকাশ করা হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।
চলতি এসআইআরের কাজ শেষ হতে হতে ফেব্রুয়ারি মাসে পৌঁছবে। এরপরই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Elections)। ভোট শেষের পরপরই কার্যত জনগণনার কাজ শুরু হবে। ফলে ২০২৬-২৭ সাল যে এক বিশাল কর্মযজ্ঞের সাক্ষী হতে চলেছে, তা বলাই বাহুল্য।