ডিপফেক রুখতে আইটি আইনে বড়সড় পরিবর্তনের পথে কেন্দ্র

একনজরে দেখে নিন প্রস্তাবিত পরিবর্তনের মূল বিষয়গুলি
AI কন্টেন্টে বাধ্যতামূলক লেবেল: সোশাল মিডিয়ায় পোস্ট করা AI-নির্মিত কন্টেন্টে স্পষ্টভাবে লেবেল দিতে হবে, যাতে ইউজার বুঝতে পারেন এটি কৃত্রিমভাবে তৈরি।
সত্যতা যাচাইয়ের দায়িত্ব সোশাল মিডিয়ার: ইউজার যে কন্টেন্ট আপলোড করছেন তা AI-নির্মিত কিনা এবং তথ্য সত্য কিনা, তা যাচাই করার ব্যবস্থা রাখতে হবে প্ল্যাটফর্মগুলিকে।
আগামী ৬ নভেম্বরের মধ্যে এই প্রস্তাব নিয়ে জনমত চেয়েছে তথ্যপ্রযুক্তি মন্ত্রক। সাধারণ মানুষের মধ্যে AI ও ডিপফেক সংক্রান্ত সচেতনতা বাড়ানোই এই আইনি পরিবর্তনের মূল উদ্দেশ্য। তাছাড়া AI কন্টেন্টের সংজ্ঞা নির্ধারণে আইনের একটি নতুন ধারা প্রস্তাব করা হবে বলে জানা গিয়েছে।
সম্প্রতি একাধিক বিখ্যাত ব্যক্তিত্বের বিকৃত ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। রাজনৈতিক প্রচারে AI-নির্মিত ভুয়ো কন্টেন্ট ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে। তাই কেন্দ্র চাইছে, আমজনতা যেন প্রকৃত তথ্য ও ভুয়োর মধ্যে পার্থক্য বুঝতে পারেন।