ডিপফেক রুখতে আইটি আইনে বড়সড় পরিবর্তনের পথে কেন্দ্র

October 22, 2025 | < 1 min read
Published by: Ritam
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:১০: কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) অপব্যবহার রুখতে এবং সোশাল মিডিয়ায় (Social Media) ভুয়ো কন্টেন্টের (Fake Content) দৌরাত্ম্য নিয়ন্ত্রণে আনতে তথ্যপ্রযুক্তি আইন সংশোধনের পথে হাঁটছে কেন্দ্রীয় সরকার।  

একনজরে দেখে নিন প্রস্তাবিত পরিবর্তনের মূল বিষয়গুলি

AI কন্টেন্টে বাধ্যতামূলক লেবেল: সোশাল মিডিয়ায় পোস্ট করা AI-নির্মিত কন্টেন্টে স্পষ্টভাবে লেবেল দিতে হবে, যাতে ইউজার বুঝতে পারেন এটি কৃত্রিমভাবে তৈরি।

সত্যতা যাচাইয়ের দায়িত্ব সোশাল মিডিয়ার: ইউজার যে কন্টেন্ট আপলোড করছেন তা AI-নির্মিত কিনা এবং তথ্য সত্য কিনা, তা যাচাই করার ব্যবস্থা রাখতে হবে প্ল্যাটফর্মগুলিকে।

আগামী ৬ নভেম্বরের মধ্যে এই প্রস্তাব নিয়ে জনমত চেয়েছে তথ্যপ্রযুক্তি মন্ত্রক। সাধারণ মানুষের মধ্যে AI ও ডিপফেক সংক্রান্ত সচেতনতা বাড়ানোই এই আইনি পরিবর্তনের মূল উদ্দেশ্য। তাছাড়া AI কন্টেন্টের সংজ্ঞা নির্ধারণে আইনের একটি নতুন ধারা প্রস্তাব করা হবে বলে জানা গিয়েছে।

সম্প্রতি একাধিক বিখ্যাত ব্যক্তিত্বের বিকৃত ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। রাজনৈতিক প্রচারে AI-নির্মিত ভুয়ো কন্টেন্ট ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে। তাই কেন্দ্র চাইছে, আমজনতা যেন প্রকৃত তথ্য ও ভুয়োর মধ্যে পার্থক্য বুঝতে পারেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen