উত্তরের বন্যাত্রাণে কেন্দ্রের বরাদ্দ ‘শূণ্য’, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তৃণমূলের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:১০: প্রবল বর্ষণ, ভূমিধস আর ভুটান থেকে নেমে আসা পাহাড়ি জলে বিপর্যস্ত হয়েছিল উত্তরবঙ্গ (North Bengal)। ভেসে গিয়েছে বহু ঘরবাড়ি, বন্ধ জীবিকা, বহু এলাকা এখনও ক্ষত থেকে সেরে ওঠার চেষ্টা করছে। কিন্তু সেই সময় থেকে আজ পর্যন্ত কেন্দ্রের তরফে একটাকাও সাহায্য না মেলায় ফের ক্ষোভে ফুঁসছে তৃণমূল কংগ্রেস।
আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অভিযোগ তুলেছিলেন, কেন্দ্র বাংলার বিপর্যয় দেখেও নিরব দর্শকের ভূমিকা নিয়েছে। এবার দলীয় স্তরে আরও সরব হল তৃণমূল। শাসকদলের পক্ষ থেকে সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) ট্যাগ করে অভিযোগ জানানো হয়েছে, “ভয়ঙ্কর বন্যা ও ভূমিধসে উত্তরবঙ্গ বিপর্যস্ত। মানুষ ঘরবাড়ি, জীবিকা হারিয়েছে। তবু কেন্দ্র একেবারে নীরব। এক টাকাও বরাদ্দ করা হয়নি।”
তৃণমূলের দাবি, যেখানে মহারাষ্ট্র ও কর্নাটকে বন্যা মোকাবিলায় দ্রুত ১,৯৫০.৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, সেখানে বাংলার দাবিকে ঠান্ডা ঘরে ফেলে রাখা হয়েছে। দলের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই বঞ্চনা। তাদের বক্তব্য, “২০২১ সালের নির্বাচনে বিজেপির পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে কেন্দ্র। তাই উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাকে বাদ দেওয়া হয়েছে।”
তৃণমূলের (TMC) তথ্য অনুযায়ী, কেন্দ্র এসডিআরএফ থেকে ১৩,৬০৩.২০ কোটি টাকা ও এনডিআরএফ (NDRF) থেকে ২,১৮৯.২৮ কোটি টাকা বরাদ্দ করেছে বিভিন্ন রাজ্যকে। কিন্তু বাংলার নাম সেই তালিকায় নেই।
শুধু অভিযোগই নয়, সমাজমাধ্যমে কেন্দ্রকে ‘বাংলা-বিরোধী জমিদার’ বলেও কটাক্ষ করেছে তৃণমূল। দলের বক্তব্য, “শাসনের নামে রাজনৈতিক প্রতিহিংসা চালানো হচ্ছে। বাংলার মানুষ ভোটে তার জবাব দেবে।”
অন্যদিকে, সরকারি সূত্রে জানানো হয়েছে, সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অনুমোদনে মহারাষ্ট্র ও কর্নাটকে বর্ষাজনিত বন্যা মোকাবিলায় যথাক্রমে ১,৫৬৬.৪০ কোটি ও ৩৮৪.৪০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কেন্দ্র জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নেতৃত্বে দুর্যোগপীড়িত রাজ্যগুলিকে সর্বতোভাবে সাহায্য করা হচ্ছে। তবে তালিকায় পশ্চিমবঙ্গের নাম না থাকায় তৃণমূলের অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক।
https://x.com/AITCofficial/status/1980898017734799699?t=Ob0KJ6g_R9l0XpLp6hw5-g&s=19