বাংলার Midday Meal প্রকল্পকে গোটা দেশে মডেল বানানোর ডাক কেন্দ্রের

বাংলার মিড-ডে মিল প্রকল্পকে গোটা দেশে মডেল বানানোর ডাক দিল কেন্দ্র।  দিল্লিতে কেন্দ্র-রাজ্য সচিব পর্যায়ের বৈঠকের পর কেন্দ্রের আধিকারিকদের স্পষ্ট পর্যবেক্ষণ, গোটা দেশে বাংলার মডেলই অনুসরণ করা উচিত। 

February 24, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলার মিড-ডে মিল প্রকল্পকে গোটা দেশে মডেল বানানোর ডাক দিল কেন্দ্র।  দিল্লিতে কেন্দ্র-রাজ্য সচিব পর্যায়ের বৈঠকের পর কেন্দ্রের আধিকারিকদের স্পষ্ট পর্যবেক্ষণ, গোটা দেশে বাংলার মডেলই অনুসরণ করা উচিত। 

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাঁর এক্স হ্যান্ডলে এই প্রসঙ্গে লেখেন, ‘কিছুদিন আগের কেন্দ্রীয় দলের অপপ্রচার এবং বিরোধীদের কুৎসা আবার একবার ভুল প্রমাণিত হল। অশোকস্তম্ভের তলার লেখাটাই আবার প্রতিষ্ঠিত হল। ‘সত্যমেব জয়তে।’ রাজ্যের মিড ডে মিলে চার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলে সিবিআই, ইডির তদন্তের দাবি তুলেছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। সূত্রের খবর, বিজেপি সরকারের নির্দেশ পেয়ে খোঁজখবরও শুরু করেছিল সিবিআই এবং ইডি। তবে, এখনও কোনও কেস নথিভুক্ত হয়নি। এমনকী, কেন্দ্রীয় নজরদারি দল এসেও বেশকিছু অভিযোগ করেছিল। তবে, গাফিলতি বা কিছু অব্যবস্থার বেশি শেষপর্যন্ত কোনও জোরদার প্রমাণ দিতে পারেনি তারা। তাই ব্রাত্যবাবু এটিকে রাজনৈতিক বৈরিতা হিসেবেই দেখতে চান।

চলতি সপ্তাহে দিল্লিতে মিড ডে মিলের প্রোজেক্ট অ্যাপ্রুভাল বোর্ডর প্রি অ্যাপ্রাইজাল বৈঠকে যোগ দিতে নয়াদিল্লি গিয়েছিলেন এরাজ্যের অধিকর্তা। সেখানে যাবতীয় নথি তিনি দিয়ে আসেন। সূত্রের খবর, এরাজ্যের পিএফএমএস পদ্ধতি এতটাই নিখুঁত, সেটাই প্রশংসা কুঁড়িয়েছে কেন্দ্রের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen