পেট্রোলে ১০ টাকা, ডিজেলে ১৩ টাকা অন্তঃশুল্ক বাড়াল কেন্দ্র, আজ থেকেই কার্যকর

আন্তর্জাতিক বাজারে পেট্রোল, ডিজেলের দাম কমলেও তার সুবিধা পাবেন না ভারতের ক্রেতারা। কেন্দ্রীয় সরকার বাড়িয়ে দিল অন্তঃশুল্ক। পেট্রোল‌ে লিটার প্রতি ১০ টাকা ও ডিজেলে লিটার প্রতি ১৩ টাকা করে অন্তঃশুল্ক বসানো হল। আজ থেকেই কার্যকর হবে এই বর্ধিত অন্তঃশুল্ক। তবে সরকারি সূত্রের দাবি, এর ফলে পেট্রোল, ডিজেলের দামে বিশেষ বদল আসবে না। তবে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমার সুবিধা ক্রেতারা পাবেন না।

May 6, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

আন্তর্জাতিক বাজারে পেট্রোল, ডিজেলের দাম কমলেও তার সুবিধা পাবেন না ভারতের ক্রেতারা। কেন্দ্রীয় সরকার বাড়িয়ে দিল অন্তঃশুল্ক। পেট্রোল‌ে লিটার প্রতি ১০ টাকা ও ডিজেলে লিটার প্রতি ১৩ টাকা করে অন্তঃশুল্ক বসানো হল। আজ থেকেই কার্যকর হবে এই বর্ধিত অন্তঃশুল্ক। তবে সরকারি সূত্রের দাবি, এর ফলে পেট্রোল, ডিজেলের দামে বিশেষ বদল আসবে না। তবে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমার সুবিধা ক্রেতারা পাবেন না।

একদিকে করোনাভাইরাসের আতঙ্ক অন্যদিকে সৌদি আরব ও রাশিয়ার রেষারেষির জেরে একধাক্কায় নেমে গিয়েছে অপরিশোধিত তেলের দাম, পরিসংখ্যান অনুযায়ী যা ২০১৬ সালের পরে নিম্নতম। আর তার জেরেই কমছে জ্বালানির দাম। গত কিছুদিনে এমনিতেই অনেকটা কমেছে দুই জ্বালানির দাম।

বিশ্বজুড়ে কোভিড-১৯ দাপট শুরু হওয়ার পরে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ বেড়ে গিয়েছে যথেষ্ট পরিমাণে। সেই তুলনায় বিক্রি কম। এত তেল কিনে জমিয়ে রাখারও জায়গা নেই বেশিরভাগ দেশে। এর ফলে সোমবার আমেরিকায় অপরিশোধিত তেলের সূচক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট গত ২১ এপ্রিল নেমে যায় শূন্য ডলারের নীচে। ইতিহাসে এই প্রথম তেলের দাম কমেছে ৩০০ শতাংশ। আগে তেলের প্রতি ব্যারেলের দাম ছিল ১৭.৮৫ ডলার। তা হয়ে যায় মাইনাস ৩৭.৬৩ ডলার।

আন্তর্জাতিক বাজারে পেট্রল ও ডিজেলের দামের সঙ্গে সঙ্গতি রেখে আমাদের দেশে ওই দু’টি জ্বালানির দাম নির্ধারিত হয়। সুতরাং আন্তর্জাতিক বাজারে পেট্রল, ডিজেলের দাম কমলে আমাদের দেশে তা সস্তা হবে। এমনটাই মনে করেছিলেন অনেকে। কিন্তু করোনা মোকাবিলার সময়ে ভারত কম দামে জ্বালানি কিনতে পারলেও সেই সুবিধাটা দিল না ক্রেতাদের। এই অন্তঃশুল্ক বাড়ানোর ফলে ক্রেতাদের উপরে নতুন করে কোনও চাপ না পড়লেও সরকারের কোষাগারে বাড়তি অর্থ আসবে। যা এই সময়ে খুবই দরকার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen