হাবড়ায় ফাঁকা মাঠে সভা কেন্দ্রীয় মন্ত্রীর, মুখ পুড়ল বিজেপির

February 22, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

কেন্দ্রীয় মন্ত্রীর সভা। সঙ্গে ছিলেন টলিউডের অভিনেত্রীও। কিন্তু, সভা দেখে গেরুয়া শিবিরেরই চোখ কপালে। ভিড় উপচে পড়ার বদলে ফাঁকা মাঠ। হাতে গোনা কয়েকজন দর্শক! অগত্যা সেখানেই বক্তব্য রাখলেন মন্ত্রী। রবিবার হাবড়ার(Habra) খাড়োতে এমনই ঘটনা ঘটেছে। বিজেপি(BJP) সুত্রে জানা গিয়েছে, এদিন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিধানসভা এলাকার খাড়োতে হিন্দু জাগরণ মঞ্চের(Hindu Jagoron Mancha) উদ্যোগে ‘জাতীয়তাবোধ ও যুব চেতনা’ নিয়ে একটি সভা ছিল। যার প্রধান বক্তা হিসেবে হাজির হয়েছিলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত(Gajendra Singh Sekhawat)। তাঁর সঙ্গে এসেছিলেন টলিউড অভিনেত্রী রিমঝিমও(Rimjhim Mitra)।
কিন্তু, বিজেপির কয়েকজন কর্মী ছাড়া সভায় কাউকেও দেখা যায়নি। ভিড় হবে ভেবে, বাঁশের ব্যারিকেডও বাঁধা হয়েছিল। মাঠের একদিকে মঞ্চ করা হয়েছিল। সামনে বসার জন্য প঩লিথিনও পাতা হয়েছিল। কিন্তু, মাঠ ভরা তো দূরের কথা, মঞ্চের সামনে পাতা পলিথিনেও কেউ বসেননি। কিছুক্ষণের মধ্যে এই ছবি সোশ্যাল ঩মিডিয়াতেও ভাইরাল হয়ে যায়। বিজেপি নেতৃত্বের নজরে আসার পর তাঁরাও অস্বস্তিতে পড়েন। তৃণমূল নেতৃত্বের দাবি, পেট্রল পাম্পে গিয়ে ৯২ টাকায় পেট্রল কিনছে মানুষ। সাধারণ মানুষ বুঝে গিয়েছেন, বিজেপি আর ক’দিন থাকলেই দেশটাকে বিক্রি করে দেবে। তাই কেন্দ্রীয় মন্ত্রীর সভায় কেউ পা মাড়াননি। বিজেপি নেতৃত্বের দাবি, হিন্দু জাগরণ মঞ্চের একটি সামাজিক সভা ছিল। ওটা পার্টির সভা ছিল না। তাই বিজেপির কর্মী-সমর্থকরাও উপস্থিত হননি। কেবলমাত্র আমন্ত্রিতরাই হাজির হয়েছিলেন। অন্য কোনও ব্যাপার নেই। সাধারণ মানুষ ব্যালটে বুঝিয়ে দেবেন, ভিড় কাদের দিকে। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen