করোনা আক্রান্ত স্মৃতি ইরানি
এদিন তাঁর কোভিড পজিটিভ হওয়ার তথ্য প্রকাশ্যে আসে।
October 28, 2020
|
< 1 min read
Published by: Drishti Bhongi

করোনা ভাইরাসের কোপ আরও এক বিজেপি মন্ত্রীর ওপর। এবার কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি করোনায় আক্রান্ত বলে খবর এসেছে। এদিন তাঁর কোভিড পজিটিভ হওয়ার তথ্য প্রকাশ্যে আসে।
এর আগে স্মৃতি ইরানি একটি টুইট পোস্ট করে জানান, তিনি করোনা পজিটিভ হয়েছেন। পাশাপাশি, তাঁর আবেদন, যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন গত কয়েকদিনে, তাঁরাও যেন নিজেদের কোভিড টেস্ট করিয়ে নেন। প্রসঙ্গত, এর আগের দিনই করোনা পজিটিভ হন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস অথওয়ালে। এরপর করোনা পরিস্থিতি নিয়ে রীতিমতো শঙ্কা জাগে দিল্লির মোদী মন্ত্রিসভায়।