রাজ্যের চাপে মিলল তিস্তা সেতুর কেন্দ্রীয় অনুদান, খুশি স্থানীয়রা

তিস্তার উপর একটি নতুন সেতু করতে চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থ বরাদ্দের দাবি করেছিলেন কেন্দ্রের বিজেপি সরকারের কাছে। সেই দাবি মেনে এই প্রকল্পে বুধবার ১০০০ কোটি টাকার অনুদান ঘোষণা করল কেন্দ্র। প্রস্তাবিত সেতুটি তৈরি হবে সেবকেই। তিস্তার উপর ১.৩ কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি ডুয়ার্সকে জুড়বে দার্জিলিং, কালিম্পং এবং সিকিমের সঙ্গে।

September 16, 2021 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
Published by: Drishti Bhongi
তিস্তার উপরই আর একটি বিকল্প সেতু, ছবি: সংগৃহীত

তিস্তার উপর একটি নতুন সেতু করতে চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থ বরাদ্দের দাবি করেছিলেন কেন্দ্রের বিজেপি সরকারের কাছে। সেই দাবি মেনে এই প্রকল্পে বুধবার ১০০০ কোটি টাকার অনুদান ঘোষণা করল কেন্দ্র। প্রস্তাবিত সেতুটি তৈরি হবে সেবকেই। তিস্তার উপর ১.৩ কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি ডুয়ার্সকে জুড়বে দার্জিলিং, কালিম্পং এবং সিকিমের সঙ্গে।

তিস্তা নদীর উপর করোনেশন সেতুটি নির্মাণ করা হয়েছিল ১৯৪১ সালে। গত আট দশকে ক্রমাগত ব্যবহারে সেতুটি দুর্বল হয়েছে। জায়গায় জায়গায় ফাটল ধরায় করোনেশন সেতুতে গাড়ি চলাচলও এখন অনেকটাই নিয়ন্ত্রণ করা হয়। তিস্তার উপরই তাই আর একটি বিকল্প সেতু বানানোর পরিকল্পনা পশ্চিমবঙ্গ সরকারের তালিকায় রয়েছে দীর্ঘদিন ধরেই। কিন্তু অর্থাভাবে সেই প্রকল্পের কাজে হাত দেওয়া যায়নি বলে দাবি। সরকার এ ব্যাপারে কেন্দ্রের কাছে অর্থ সাহায্য চেয়েছিল বলেও সূত্রের খবর। এতদিন তার জবাব না এলেও এইবার সাড়া মিলল। জানা গেছে বিকল্প সেতুটি নিয়ে যাবতীয় গবেষণার কাজ এবং প্রকল্পের রিপোর্ট ইতিমধ্যেই পেশ করা হয়েছে। এরপর বন দফতর অনুমোদন দিলেই কাজ শুরু করা যাবে। একবার কাজ শুরু হলে দে়ড় থেকে দু’বছরের মধ্যে নতুন সেতু তৈরির কাজ সম্পূর্ণ হবে।

রাজ্য সরকারের তৎপরতায় কেন্দ্র দেরিতে হলেও যে সাড়া দিয়েছে, তাতে খুশি অনেকেই। মালবাজারের ওদলাবাড়ি থেকে গ্যাংটক পর্যন্ত যাওয়ার নতুন রাস্তা তৈরির কাজ যখন শেষের পথে তখন নতুন ব্রিজ উত্তরবঙ্গের পথে যান চলাচল আরও মসৃণ করবে। সুবিধা পাবেন পর্যটকেরাও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen