রাজ্যের করোনা পরিস্থিতি দেখতে ফের আসছে কেন্দ্রীয় দল

করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গে ফের কেন্দ্রীয় দল আসছে। বাংলা সহ ১০টি রাজ্যে কেন্দ্রীয় দল যাবে। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, রাজ্য সরকারগুলিকে সাহায্য করতেই এই দল পাঠানো হচ্ছে। তবে দেশের মধ্যে করোনার প্রকোপ সবচেয়ে বেশি যে রাজ্যে, সেই মহারাষ্ট্রে কেন্দ্রীয় দল পাঠানো হচ্ছে না।

May 11, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গে ফের কেন্দ্রীয় দল আসছে। বাংলা সহ ১০টি রাজ্যে কেন্দ্রীয় দল যাবে। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, রাজ্য সরকারগুলিকে সাহায্য করতেই এই দল পাঠানো হচ্ছে। তবে দেশের মধ্যে করোনার প্রকোপ সবচেয়ে বেশি যে রাজ্যে, সেই মহারাষ্ট্রে কেন্দ্রীয় দল পাঠানো হচ্ছে না। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, গুজরাট, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশ, পঞ্জাব, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় দল পাঠানো হবে। কেন্দ্রীয় দলে স্বাস্থ্যমন্ত্রকের একজন শীর্ষ আধিকারিক, যুগ্মসচিব পর্যায়ের একজন নোডাল অফিসার ও একজন জনস্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ থাকবেন।

রাজ্যের হটস্পটগুলিতে কী পদক্ষেপ করত হবে, কন্টেনমেন্ট জোনগুলিতে কী কী করণীয় সে বিষয়ে রাজ্যের স্বাস্থ্য দফতরগুলিকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন কেন্দ্রীয় দলের সদস্যরা। ১০টি রাজ্যের সংক্রামিত এলাকাগুলি ঘুরে দেখবেন তাঁরা। দেশের ২০টি জেলা তাঁরা পরিদর্শন করবেন বলে জানা গিয়েছে। এর আগে রাজ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল আসা নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে বিরোধ চরমে ওঠে। রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করা হয়। বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রক পর্যন্ত গড়ায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen