বিক্রির আগে ৩ বিমা সংস্থাকে ৫ হাজার কোটি সাহায্য কেন্দ্রের, কিন্তু কেন?

আসলে সরকারি বিমা সংস্থাকে আগামীদিনে বেসরকারি হাতে তুলে দেওয়ার দায়িত্ব হাতে নিতে চলেছে মোদী সরকার। সেজন্যই বিমা সংস্থাগুলিকে লাভজনক প্রমাণ করতে এই উদ্যোগ।

March 17, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

তিন সরকারি বিমা সংস্থাকে ৫ হাজার কোটি টাকার অতিরিক্ত সহায়তা দেওয়া হচ্ছে। আর্থিক সঙ্কট সামাল দিয়ে যাতে উল্লিখিত সংস্থাগুলি ঘাটতি কম করে মুনাফার প্রমাণ রাখতে পারে সেই লক্ষ্য নিয়েই এই সাহায্য। ন্যাশনাল ইনসিওরেন্স, ওরিয়েন্টাল ইনসিওরেন্স এবং ইউনাইটেড ইন্ডিয়া ইনসিওরেন্স সংস্থাকে এই টাকা দেওয়া হবে। বাজেটেই এবার ঘোষণা করা হয়েছিল সরকারি বিমা সংস্থাকে আর্থিক অনুদান দেওয়া হবে। সেইমতোই ৫ হাজার কোটি টাকা চলতি মাসেই দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। গত আর্থিক বছরেও বিমা সংস্থাগুলিকে ১২ হাজার ৪৫০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ করা হয়েছিল। সরকার ৫ হাজার কোটি টাকা দিয়ে দেখতে চাইছে বিমা সংস্থাগুলি কতটা ঘুরে দঁাড়াতে পারে। আসলে সরকারি বিমা সংস্থাকে আগামীদিনে বেসরকারি হাতে তুলে দেওয়ার দায়িত্ব হাতে নিতে চলেছে মোদী সরকার। সেজন্যই বিমা সংস্থাগুলিকে লাভজনক প্রমাণ করতে এই উদ্যোগ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen