রাজকোষের ঘাটতি মেটাতেই বিলগ্নিকরণে মরিয়া কেন্দ্র, বলছেন অর্থনীতিবিদরা

অর্থনীতিবিদরা বলছেন, দুই ব্যাঙ্কের বিলগ্নিকরণ করে আসলে রাজকোষ ঘাটতি মেটাতে চাইছে মরিয়া সরকার।

February 2, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

কোভিড অতিমারি (Covid 19) প্রভূত ক্ষতি করে দিয়েছে দেশের অর্থনীতির। চলছে মন্দা। ১৯৫২ সালের পরে এই প্রথম এমন মন্দার আবহে পেশ হয়েছে কেন্দ্রীয় বাজেট (Budget 2021)। সোমবার তাঁর বাজেট বক্তৃতায় দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও একটা বিমা কোম্পানির বেসরকারিকরণ ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। পাশাপাশি বাজারে এলআইসির টাকা খাটানোর কথাও ঘোষণা করেছেন তিনি।

যদিও কোন দুটি ব্যাঙ্ক, গতকাল তা খোলসা করেনি অর্থমন্ত্রী। তবে জানা গিয়েছে, বড় কোনও ব্যাঙ্কের নাম তালিকাভুক্ত নয়। ক্ষুদ্র থেকে মাঝারি মানে ব্যাঙ্ককে বেসরকারিকরণের পথে হাঁটবে কেন্দ্র। তাঁদের ব্যয়ভার কোনওভাবেই নিতে রাজি নয় কেন্দ্র। তাই বড় কোনও ব্যাঙ্কের সঙ্গে সংযুক্তি না করে বরং বেসরকারিকরণেই হাঁটছে অর্থ মন্ত্রক।

এই প্রক্রিয়া শুরু হলে সরকারের হাতে থাকা ওই দুটি ব্যাঙ্কের ৫১ শতাংশ লভ্যাংশ কমানো হবে বলে দাবি নির্মলার। বাড়ানো হবে বেসরকারি সংস্থা বা অধিগ্রহণকারী সংস্থার লভ্যাংশ। এখন প্রতি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ৫১ শতাংশ লভ্যাংশ রয়েছে কেন্দ্রের হাতে। যদিও ব্যাঙ্ক বেসরকারিকরণের তীব্র বিরোধিতা করেছে ব্যাঙ্ককর্মী এবং অফিসার সংগঠন। অর্থনীতিবিদরা বলছেন, দুই ব্যাঙ্কের বিলগ্নিকরণ করে আসলে রাজকোষ ঘাটতি মেটাতে চাইছে মরিয়া সরকার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen