কেন্দ্র ই-গভর্নেন্স অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করল বাংলার সাতটি পঞ্চায়েতকে

রাজ্য সরকারের কাজের নিরিখেই এই পুরষ্কার দিচ্ছে কেন্দ্রীয় সরকার।

April 3, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ন্যাশনাল ই–গভর্নেন্স অ্যাওয়ার্ডে এবার মনোনীত হয়েছে বাংলার সাতটি পঞ্চায়েত। এই পুরষ্কার দেবে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই সেই তালিকা তৈরি হয়ে গিয়েছে। সেখানে নাম রয়েছে—হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া এবং আলিপুরদুয়ার জেলার।

এই জেলাগুলির সাতটি গ্রাম পঞ্চায়েত হল- আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের টুরটুরিখান্দা, হাওড়ার শ্যামপুর ২ ব্লকের বানেশ্বরপুর ২, উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর এক-র মাঝিপাড়া পলাশি, পশ্চিম মেদিনীপুরের খড়গপুর ২ ব্লকের কালিয়াড়া ২, পূর্ব মেদিনীপুরের হলদিয়া ব্লকের দেভোগ, পুরুলিয়ার কাশীপুর ব্লকের কাশীপুর, হুগলির সিঙ্গুর ব্লকের মির্জাপুর-বঙ্কিপুর।

রাজ্য সরকারের কাজের নিরিখেই এই পুরষ্কার দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এই পুরষ্কার মেলার কথা ইতিমধ্যেই রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ সংশ্লিষ্ট জেলাগুলির ব্লকের পঞ্চায়েতকে জানিয়ে দিয়েছে। সুতরাং সেখানে খুশির হাওয়া বইতে শুরু করেছে

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen