লক্ষ্য উন্নত পরিষেবা! পুরসভাগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করতে চায় কেন্দ্র
অর্থ কমিশনের সুপারিশ মতো ফ্লোর এরিয়া ভিত্তিক সম্পত্তি কর ব্যবস্থা চালুর সুফল মিলতে শুরু করেছে।
সাধারণ মানুষ যাতে আরও বেশি করে পরিষেবা পান, তার জন্য পুরসভাগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করতে চায় কেন্দ্র। এ জন্য আগামী ছ’বছরে অর্থ বরাদ্দের পরিমাণ চারগুণ বৃদ্ধি করতে চাইছে তারা। বর্তমানে চতুর্দশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী পুরসভাগুলির জন্য বরাদ্দ রয়েছে ৮৭ হাজার ১৪৩ কোটি টাকা। আগামী ২০২৫-’২৬ সাল পর্যন্ত তা বাড়িয়ে প্রায় সাড়ে ৩ লক্ষ কোটি টাকা করার জন্য পঞ্চদশ অর্থ কমিশনের কাছে সুপারিশ করেছে মন্ত্রক। শুক্রবার দিল্লিতে পঞ্চদশ অর্থ কমিশনের কর্তাদের সঙ্গে কেন্দ্রীয় নগরোন্নয়নমন্ত্রী হরদীপ সিং পুরী ও তাঁর মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের বৈঠক হয়। সেই বৈঠকে পরবর্তী ছ’বছরে দেশের পুরসভাগুলির কাজের রোড ম্যাপ নিয়ে আলোচনা হয়। সেখানে গুরুত্ব পায় সম্পত্তি করের বিষয়টি। অর্থ কমিশনের সুপারিশ মতো ফ্লোর এরিয়া ভিত্তিক সম্পত্তি কর ব্যবস্থা চালুর সুফল মিলতে শুরু করেছে। আলোচনায় সম্পত্তি কর আদায়ের চালু ব্যবস্থায় নানাবিধ ত্রুটির কথা ওঠে। কর কমানোর জন্য সম্পত্তির অবমূল্যায়ন করা, উপযুক্ত তথ্য বা নথির অভাব, প্রশাসনিক কর্মদক্ষতার অপ্রতুলতা প্রভৃতি বিষয় উঠে আসে। অর্থ কমিশন এই সব ত্রুটি দূর করার উপর জোর দিয়েছে।

কর আদায় সহ পুরসভাগুলির বিভিন্ন কাজের আমূল সংস্কারের জন্য তাদের আর্থিক ক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা বলেন মন্ত্রকের আধিকারিকরা। এই সাহায্যের পরিমাণ বছরে অন্তত চারগুণ বাড়াতে বলেন মন্ত্রকের সচিব দুর্গাশঙ্কর মিশ্র। একইভাবে কেন্দ্র ও রাজ্যগুলির পুরদপ্তরের আয়-ব্যয়ের খতিয়ান আধুনিক ও কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করতে ২১৩ কোটি টাকার একটি প্রকল্পের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। শহরে ক্রমবর্ধমান বায়ুদূষণের প্রসঙ্গটিও গুরুত্ব পায় বৈঠকে।