SIR নিয়ে রাজনৈতিক মন্তব্য নয়, মমতার হুঁশিয়ারিতে রাজ্য BJP-কে সতর্ক করল কেন্দ্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৯:৪৬: এসআইআর (SIR) এর নাম করে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়া হলে অ্যাকশন হবে, বৃহস্পতিবার কেন্দ্রের বিরুদ্ধে এমটাই হুঁশিয়ারির সুরে বলেছিলেন মমতা। তারপরেই ‘বিশেষ নিবিড় সমীক্ষা’ নিয়ে প্রকাশ্য রাজনৈতিক মন্তব্য থেকে বিরত থাকার নির্দেশ দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বৃহস্পতিবার কলকাতায় আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্য নেতৃত্বকে স্পষ্ট বার্তা দেওয়া হয়- এসআইআর নিয়ে কোনও রাজনৈতিক আলোচনা নয়, শুধু সাংগঠনিক প্রস্তুতির হিসাবই দিতে হবে।
গত কয়েক সপ্তাহে এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্য বিজেপির (BJP) একাধিক নেতা প্রকাশ্যে মন্তব্য করেছেন। ভোটার তালিকা থেকে কত নাম বাদ যাবে, কোন দল সমস্যায় পড়বে- এমন মন্তব্য এসআইআর-এর নিরপেক্ষতা ও পবিত্রতা নিয়ে প্রশ্ন তুলতে পারে বলে মনে করছে কেন্দ্র। সেই কারণেই এদিন ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব, সুনীল বনসল ও অমিত মালবীয়র উপস্থিতিতে রাজ্য দফতরে আয়োজিত বৈঠকে এই বার্তা দেওয়া হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য নেতৃত্বের শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, রাহুল সিংহ সহ অন্যান্য সংগঠন সম্পাদক ও নির্বাচনী প্রস্তুতির দায়িত্বপ্রাপ্ত সদস্যরা। বুথ সশক্তিকরণ অভিযানের অগ্রগতি, বিএলএ-২ নিয়োগ ও সাংগঠনিক প্রস্তুতির খতিয়ান নেওয়া হয়। কেন্দ্রীয় নেতারা স্পষ্ট করে দেন, রাজনৈতিক প্রসঙ্গ থাকলে তা একান্তে আলোচনা করতে হবে, প্রকাশ্যে নয়।
বিজেপি সূত্রে খবর, এসআইআর প্রক্রিয়ায় বিএলএ-২ প্রতিনিধিদের মাধ্যমে ভোটার তালিকা থেকে ত্রুটি সংশোধনের কাজ হবে। কীভাবে কাজ করতে হবে, তা আগেই বুঝিয়ে দেওয়া হয়েছে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এদিন এসআইআর-এর বিরুদ্ধে ফের সুর চড়িয়েছেন। তিনি প্রক্রিয়ার স্বচ্ছতা ও যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁর হুঁশিয়ারিতে সংঘাতের বার্তা স্পষ্ট।
এই পরিস্থিতিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে, এসআইআর নিয়ে কোনও মন্তব্য যেন মুখ্যমন্ত্রীর রাজনৈতিক হাতিয়ার না হয়ে ওঠে। তাই দলীয় কর্মীদের শুধুমাত্র সাংগঠনিক ভূমিকা পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। বাকি সব বিষয় নির্বাচন কমিশনের উপরেই ছেড়ে দেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার কোলাঘাটে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলার BLO ও ERO-AERO-দের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে নির্বাচন কমিশনের তরফে SIR নিয়ে কিছু ইঙ্গিত দেওয়া হয়। সেই সূত্র ধরেই কমিশন ও কেন্দ্রকে একসঙ্গে নিশানা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “১৫ দিনের মধ্যে ফাইনাল লিস্ট করতে হবে। তাই হয় নাকি! বাংলাটা একটু আলাদা, এটা একটু বুঝতে হবে!” এরপর আরও কড়া সুরে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “এনআরসি (NRC) নিয়ে খেলবার চেষ্টা করবেন না, এসআইআর এর নাম করে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়া হলে অ্যাকশন হবে। যদি মনে করেন, এজেন্সিকে দিয়ে আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন, উই আর রেডি টু রিঅ্যাকশন।”