৩৫ বলে সেঞ্চুরি! ১৪ বছরের বৈভবের ব্যাটিংয়ে মুগ্ধ গোটা দেশ

মাত্র ৩৫ বলে ১০০ রান!

April 29, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মাত্র ৩৫ বলে ১০০ রান! ১৪ বছর বয়েসেই আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরান করে নজির গড়লেন বৈভব সূর্যবংশী। রাজস্থানের এই ব্যাটারের আগে রয়েছেন কেবল ক্রিস গেইল।
সোমবার গুজরাতের বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেলেন বৈভব।

১৪ বছর ২৩ দিন বয়সে আইপিএল অভিষেক করে তিনিই টুর্নামেন্টের কনিষ্ঠতম ক্রিকেটার। এবার আইপিএলের ইতিহাসে সবথেকে কম বলে সেঞ্চুরি করা ভারতীয় ব্যাটার হয়ে গেলেন বৈভব। এদিনের ম্যাচে ৩৮ বলে ১০১ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন বৈভব।

প্রথমে ব্যাট করতে নেমে ৫০ বলে ৮৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন গুজরাত অধিনায়ক গিল। স্কোরবোর্ডে ২০৯ রান তোলে তাঁর দল। জবাবে ব্যাট করতে নেমে বৈভবের ঝোড়ো ব্যাটিংয়ে সহজের ম্যাচ পকেটে পুরে ফেলে রাজস্থান। বৈভবের সঙ্গে যোগ্য সঙ্গত করেন যশস্বী। ৪০ বলে ৭০ রান করেন তিনি। ১৫ বলে ৩২ রানের ইনিংস খেলে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন রিয়ান পরাগ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen