আবারও জয় ইস্টবেঙ্গলের, কলকাতা লিগে হারাল এরিয়ানকে

লাল-হলুদের রথ যেন কেউ থামাতেই পারছে না!

August 19, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ইস্টবেঙ্গলের জয়ের দৌঁড় অব্যাহত। কি ডুরান্ড কাপ, কি কলকাতা লিগ। লাল-হলুদের রথ যেন কেউ থামাতেই পারছে না!

মরশুমের প্রথম বড় ম্যাচে জয়। ডুরান্ডের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত। কলকাতা ফুটবল লিগেও গ্রুপ শীর্ষে রয়েছে ইস্টবেঙ্গল। ছন্নছাড়াভাব কাটিয়ে ধীরে ধীরে পরিচিত ছন্দে ফিরছে লাল-হলুদ শিবির। এই অবস্থায় শনিবার নৈহাটি স্টেডিয়ামে এ বছর দুরন্ত ছন্দে থাকা এরিয়ানের বিরুদ্ধে ২-০ গোলের সহজ জয় পেল ইস্টবেঙ্গল।

এরিয়ানের বিরুদ্ধে জয়ের সুবাদে ১০ ম্যাচে ২৪ পয়েন্ট সংগ্রহ করে ইস্টবেঙ্গল। তারা বি-গ্রুপের শীর্ষস্থান মজবুত করার পাশাপাশি সুপার সিক্সের পথে এক পা বাড়িয়ে রাখল।

প্রথমার্ধের ইনজুরি টাইমে জেসিনের গোলে ১-০ লিড নিল ইস্টবেঙ্গল। ৪৫+২ মিনিটের মাথায় জেসিনের বাঁ-পায়ের দূরপাল্লার শটে পরাস্ত হন এরিয়ান গোলরক্ষক আকাশ। বক্সের মাথা থেকে নিয়ন্ত্রিত শটে গোল করেন জেসিন। ফের ৪৫+৫ মিনিটের মাথায় বক্সের ভিতর থেকে বাঁ-পায়ের শটে গোল করেন আমন। গোলকিপারকে এড়িয়ে দ্বিতীয় পোস্টে বল ঠেলে দেন আমন। প্রথমার্ধের ইনজুরি টাইমে জোড়া গোল করল ইস্টবেঙ্গল।

দ্বিতীয়ার্ধে কোনও গোল করতে পারেনি দু’দল। প্রথমার্ধে করা জোড়া গোলেই ম্যাচ জিতে মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen