সায়নের জোড়া গোলে বেলাইন রেল, পয়েন্ট টেবিলের শীর্ষে ইস্টবেঙ্গল

রেলের কোচ হিসেবে দ্বিতীয় ম্যাচ খেলালেন মেহতাব হোসেন। ধুঁকতে থাকা রেল আগের ম্যাচে ড্র করলেও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হার এড়াতে পারল না।

August 12, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

ইস্টবেঙ্গল: ৩
রেলওয়ে এফসি: ০

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৪৭: নৈহাটি স্টেডিয়ামে রেলওয়ে এফসিকে হারিয়ে গ্রুপ এ’র শীর্ষে ইস্টবেঙ্গল (East Bengal)। মঙ্গলবার ৩-০ গোলে জিতল লাল-হলুদ ব্রিগেড। জোড়া গোল করলেন সায়ন বন্দ্যোপাধ্যায়। ম্যাচের শেষ দিকে তৃতীয় গোল আসে অতিরিক্ত সময়ে।

প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে আনে ইস্টবেঙ্গল। তিন মিনিটের ব্যবধানে আসে সায়নের দুই গোল। শেষ মুহূর্তে আরও একটি গোল করে বড় জয় নিশ্চিত করে দল।

কোচ বিনো জর্জ এদিন মাঠে নামান মূলত জুনিয়র ফুটবলারদের। প্রথম একাদশে ছিলেন অধিনায়ক সৌভিক চক্রবর্তী ও পিভি বিষ্ণু। সিনিয়রদের ছাড়াই দুরন্ত পারফরম্যান্সে মুগ্ধ সমর্থকরা।

রেলের কোচ হিসেবে দ্বিতীয় ম্যাচ খেলালেন মেহতাব হোসেন। ধুঁকতে থাকা রেল আগের ম্যাচে ড্র করলেও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হার এড়াতে পারল না।

তবে জয়ের মাঝেও দুশ্চিন্তা রয়েছে। চাকু মাণ্ডি লাল কার্ড দেখায় পরের ম্যাচে থাকবেন না। বর্তমানে ৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে গ্রুপ এ’র শীর্ষে ইস্টবেঙ্গল। দ্বিতীয় স্থানে সুরুচি সঙ্ঘ, তৃতীয় ও চতুর্থ স্থানে অন্যান্য দল। মোহনবাগান পঞ্চম স্থানে রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen