বরুণের স্পিনের দাপটে ২০৫ রানে গুটিয়ে গেল কিউইরা, গ্রুপ শীর্ষে থেকেই শেষ চারে ভারত

নির্ধারিত ৫০ ওভারে ভারত ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান তুলেছে ভারত। ৫ উইকেট নিয়েছেন ম্যাট হেনরির।

March 2, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

ভারত: ২৪৯/৯ (শ্রেয়স-৭৯, হার্দিক-৪৫)
নিউজিল্যান্ড: ২০৫/১০ (উইলিয়ামসন-৮১, বরুণ- ৪২/৫)
৪৪ রানে জয়ী ভারত

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে জয়ের হ্যাটট্রিক রোহিত শর্মাদের। ভারত প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ২৪৯ রান করে। নিউজিল্যান্ডকে ৪৪ রানে হারিয়ে দিল টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ড গুটিয়ে যায় ২০৫ রানে। বরুণ একাই পাঁচ উইকেট তুলে নেন। দু’টি উইকেট নেন কুলদীপ যাদব। একটি করে উইকেট তুলে নেন রবীন্দ্র, অক্ষর এবং হার্দিক। এই জয়ের সঙ্গে গ্রুপ শীর্ষে থেকেই সেমিতে পৌঁছে গেল ভারত।

রবিবার ভারতের বিরুদ্ধে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। বড় রান না এলেও তাঁর অর্ধশতরান পাশাপাশি অক্ষর-হার্দিকদের সৌজন্যে সম্মানজনক স্কোর তুলল টিম ইন্ডিয়া। ICC চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে টপ অর্ডারের ব্যর্থতার মাঝে উজ্জ্বল আইয়ার। ৫ উইকেট নিয়েছেন ম্যাট হেনরির। তবে মরুদেশে এই রান তোলা কষ্টকর হতে পারে কিউইদের। নিউজিল্যান্ডের উইলিয়ামসন করেন সর্বোচ্চ ৮১ রান।

রোহিত, গিল, বিরাট তিন ব্যাটারই ব্যর্থ হলেন ব্যাট হাতে। ভারতীয় দলের ব্যাটারদের মধ্যে প্রথম আউট হলেন শুভমান গিল। রোহিত ফিরে যাওয়ার আগেই হেনরির বলে ২ রান করে এলবিডব্লু হন তিনি। ১৫ রানের মধ্যেই ভারতের ওপেনিং জুটির পতন হয়।

মাত্র ১৭ বলে ১৫ রান করেন রোহিত শর্মা। একটি চার ও একটি ছক্কা মেরেছিলেন রোহিত। কাইল জেমিসনের বলে আউট হন তিনি। বিরাট কোহলি ৩০০তম একদিনের ম্যাচে ১৪ বলে ১১ রান করার পরই আউট হন। ৩.১ ওভারের মধ্যেই গিল, রোহিত, বিরাট এই তিন টপ অর্ডারের ব্যাটারকে ফেরালেন কিউয়ি বোলাররা। ভারতের রান তখন ৩০। এরপর ব্যাটিংয়ের হাল ধরলেন আইয়ার, অক্ষর প্যাটেল। এরা মানরক্ষা করেন ৯৮ রানেরা পার্টনারশিপ তৈরি করে। ৬১ বলে ৪২ রান করে রাচিন রবীন্দ্রে বলে আউট হন অক্ষর। আইয়ার ৯৮ বলে ৭৯ রান করেন। কেএল রাহুল ২৯ বলে ২৩ রান করে আউট হন। রবীন্দ্র জাদেজা ২৯ বলে ২৩ রান করে আউট হলেন। হার্দিক পাণ্ডিয়া ৪৫ রান করে আউট হলেন। শামি ৫ রান করে আউট হন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen