বাইশ গজের মহারণ, ভারত-পাক মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কে?

চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট পাঁচবারের সাক্ষাতে পাকিস্তান জিতেছে তিনটি ম্যাচে।

February 23, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
বাইশ গজের মহারণ, ভারত-পাক মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কে?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ ক্রিকেটের ময়দানে বিশ্বের সবচেয়ে বড় লড়াই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি ভারত-পাকিস্তান। রবিবার দুবাইয়ে শেষ হাসি হাসবে কে? কী বলছে পরিসংখ্যান? ওয়ান ডে-র ইতিহাসে এখনও পর্যন্ত জয়ের নিরিখে পাকিস্তানের থেকে পিছিয়ে ভারত।

এখনও পর্যন্ত মোট ১৩৫টি আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচ মুখোমুখি হয়েছে দুই দল। ৫৭ ম্যাচে জয়ী হয়েছে ভারত। পাকিস্তান জিতেছে ৭৩টি ম্যাচে। এখনও অমীমাংসিত পাঁচটি ম্যাচ। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসেও কিন্তু জয়ের দিক থেকে এগিয়ে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট পাঁচবারের সাক্ষাতে পাকিস্তান জিতেছে তিনটি ম্যাচে। দুটিতে জয় পেয়েছে ভারত।

ভারত-পাকিস্তান শেষ পাঁচ ওয়ান ডে-র মধ্যে চারটিতেই জিতেছে টিম ইন্ডিয়া। একটি অমীমাংসিত। চার জয়ের মধ্যে শেষ দুটি জয় দুবাইয়ের মাটিতেই এসেছে। দুবাইয়ে এখনও পর্যন্ত কোনও একদিনের ম্যাচ হারেনি ভারত। আজ কী হয়, ক্রিকেট বিশ্বের নজর থাকবে সেদিকেই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen