চন্দননগরে খুশির হাওয়া, কোভিড বিধি মেনেই শুরু জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো পৃথিবী বিখ্যাত।

October 18, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

উমা যখন কৈলাসে পাড়ি দিলেন, তখন বাংলার বেশিরভাগ অংশের মন ভারাক্রান্ত হলেও, চন্দননগরে খুশির হাওয়া। সেখানে শুরু জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি।

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো পৃথিবী বিখ্যাত। এখানকার বিশাল জগদ্ধাত্রী প্রতিমা দেখতে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় জমান। বিখ্যাত চাউল পট্টি আদি জগদ্ধাত্রী মায়ের কাঠামো পুজো দিয়ে চতুর্ভূজা মৃন্ময়ী জগদ্ধাত্রী মায়ের আগমনের সূচনা হল আলোর শহর চন্দননগরে।

দুর্গার কৈলাসে পাড়ি দেওয়ার দুঃখের পাশাপাশি আনন্দের হাওয়া বইছে চন্দননগরের মানুষের মনে। তবে করোনা পরিস্থিতিতে পুজো করা নিয়ে কিছু শুনে তরফে কি নির্দেশ দেওয়া হয় সেদকেই তাকিয়ে পুজো উদ্যোক্তা থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen