দৃষ্টিভঙ্গির খবরের জের, বিজেপিতেই আছি জানালেন চন্দ্র বসু

পদ্ম শিবির ত্যাগ করে কি তবে নেতাজির প্রপৌত্র যাচ্ছেন ঘাসফুলে? এই বিষয়ে চন্দ্র বসুর সাথে কথা বলে টিম দৃষ্টিভঙ্গি ।

June 30, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

আজ সকালেই দৃষ্টিভঙ্গি থেকে খবর করা হয় যে বিজেপির সাথে দূরত্ব বাড়ছে চন্দ্র বসু। টুইটারে ইতিমধ্যে তিনি বিজেপি কথাটি মুছে দিয়েছেন। গত ২৯শে জুন তিনি টুইটারে একটি তাৎপর্যপূর্ণ টুইট লেখেন। তিনি বলেন, বাংলার ইতিহাস ও সংস্কৃতি না জানা থাকলে কোনও রাজনৈতিক দল এখানে গ্রহণযোগ্য হবে না।

পড়ুন: বিজেপি সঙ্গ ত্যাগ করতে চলেছেন এই হেভিওয়েট নেতা? https://drishtibhongi.in/2020/06/30/is-this-heavyweight-bjp-leader-going-to-quit-bjp/

এরপরেই শুরু হয়ে যায় জল্পনা। পদ্ম শিবির ত্যাগ করে কি তবে নেতাজির প্রপৌত্র যাচ্ছেন ঘাসফুলে? এই বিষয়ে চন্দ্র বসুর সাথে কথা বলে টিম দৃষ্টিভঙ্গি ।

দেখে নিন সেই কথোপকথন-

দৃষ্টিভঙ্গি: আপনি নিজের টুইটার হ্যান্ডেল থেকে বিজেপি কথাটি মুছে দিয়েছেন কেন?

চন্দ্র বসু: এটা লোকসভা নির্বাচনের সময় করা হয়েছিল। আমার টুইটার যে ব্যক্তি দেখতো, সেই সময় সেই টুইটারে বিজেপি কথাটি যোগ করে। আমি বিজেপিতেই আছি। তা ছাড়া, নরেন্দ্র মোদির টুইটারেও তো বিজেপি লেখা নেই।

দৃষ্টিভঙ্গি: আপনি ২৯শে জুন একটি টুইট করেন যেটি খুবই অর্থবহ ছিল

চন্দ্র বসু: আমার মনে হয় বাংলার রাজনৈতিক দলগুলি বাংলার সংস্কৃতি ও ইতিহাস ভুলে যাচ্ছে। বাংলার একটি গৌরবময় ঐতিহ্য আছে। বর্তমানে হয়তো বাংলার অবস্থা ভালো নয় কিন্তু তার মানে এই নয় যে আমরা ইতিহাস ভুলে যাব।

আমার মনে হয় যদি কোনও রাজনৈতিক দল বাংলার কৃষ্টি, সংস্কৃতি ও ইতিহাস না জানে তাদের এই রাজ্যে গ্রহণযোগ্যতা থাকবে না। আমি এটাই বলতে চেয়েছি যে রাজনৈতিক দল বা নেতারা বাংলার মানুষের জন্য কাজ করতে চান তাদের আগে বাংলার সংস্কৃতি ও ইতিহাস জানতে হবে । তারপর নির্বাচনে লড়াই করতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen