২০২৭ সালে চন্দ্রযান-৪ উৎক্ষেপণ করা হবে, লক্ষ্য চাঁদের মাটি থেকে পাথরের নমুনা সংগ্রহ করা
২০২৭ সালে চন্দ্রযান-৪ উৎক্ষেপণ করা হবে, জানিয়েছেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জিতেন্দ্র সিংহ।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দেশের মহাকাশ গবেষণাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে তিনটি অভিযানের সময়সূচি উল্লেখ করল কেন্দ্র সরকার৷ এই অভিযানের মধ্যে রয়েছে গগণযান, সমুদ্রযান এবং চন্দ্রযান-৪। চন্দ্রযান-৪ নতুন লক্ষ্য নিয়ে চাঁদের উদ্দেশে পাড়ি দেবে। চাঁদের মাটি থেকে সেখানকার পাথরের নমুনা সংগ্রহ করাই হবে পরবর্তী অভিযানের লক্ষ্য। ২০২৭ সালে চন্দ্রযান-৪ উৎক্ষেপণ করা হবে, জানিয়েছেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জিতেন্দ্র সিংহ।
সংবাদ সংস্থা পিটিআইকে একটি সাক্ষাৎকারে মন্ত্রী জানিয়েছেন, চন্দ্রযান-৪ অভিযানে অন্তত দু’বার রকেট উৎক্ষেপণ করা হবে। ভারী এলভিএম-৩ রকেটে অভিযানের পাঁচটি গুরুত্বপূর্ণ উপাদান পাঠানো হবে। নির্দিষ্ট কক্ষপথে সেগুলি স্থাপন করা হবে। মন্ত্রী বলেন, ‘‘চাঁদের জমি থেকে সেখানকার পাথর এবং মাটির নমুনা সংগ্রহ করা এবং তা পৃথিবীতে নিয়ে আসতে চায় ইসরো। সেই লক্ষ্যেই চন্দ্রযান-৪ প্রস্তুত করা হচ্ছে।’’