প্রাক বাজেট বৈঠকে রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব চন্দ্রিমা

শুক্রবার রাজস্থানের জয়সলমীরে সব রাজ্যের অর্থমন্ত্রীকে নিয়ে প্রাক-বাজেট বৈঠক করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ফেব্রুয়ারি মাসে ২০২৫-’২৬ অর্থবর্ষের বাজেট পেশ করবেন নির্মলা। এই বৈঠকে যোগ দিয়েছিলেন বাংলার অর্থদপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও অর্থসচিব প্রভাত মিশ্র।

December 21, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুক্রবার রাজস্থানের জয়সলমীরে সব রাজ্যের অর্থমন্ত্রীকে নিয়ে প্রাক-বাজেট বৈঠক করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ফেব্রুয়ারি মাসে ২০২৫-’২৬ অর্থবর্ষের বাজেট পেশ করবেন নির্মলা। এই বৈঠকে যোগ দিয়েছিলেন বাংলার অর্থদপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও অর্থসচিব প্রভাত মিশ্র।

এদিনের বৈঠকে রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হন চন্দ্রিমা। তিনি বলেন, কেন্দ্রের একাধিক প্রতিনিধিদল আসা সত্ত্বেও রাজ্যের তরফে ১০০ দিনের কাজ, আবাস প্রকল্প ইত্যাদি নিয়ে কোনও গাফিলতি তাঁরা খুঁজে পাননি। তা সত্ত্বেও কেন রাজ্যের টাকা আটকে রাখা হয়েছে? নির্মলা বিষয়টি নিয়ে নোট আকারে লিখেছেন বলে জানা গিয়েছে। তবে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির জন্য কেন্দ্র বিশেষ বরাদ্দ করবে বলে নির্মলা জানিয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen