৫৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা, চতুর্থ দিনের শেষে ভারত ২৭-২

November 25, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৩৫: ভারত–দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের শেষ সেশনটা যেন দুঃস্বপ্ন হয়ে রইল ভারতের জন্য। ৫৪৯ রানের বিশাল লক্ষ্যে তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই দুই ওপেনার পথ হারিয়ে ফেললেন। যশস্বী জয়সওয়াল (১৩) সপ্তম ওভারে মার্কো জানসেনের গতিতে পরাস্ত হন। আর কেএল রাহুল (৬) দশম ওভারে সাইমন হার্মারের ঘূর্ণিতে ফিরে যেতে বাধ্য হন। ফলে দিনের শেষ ঘণ্টায় ভারত দাঁড়ায় ২৭/২ স্কোরে।

এদিন দক্ষিণ আফ্রিকার ব্যাটিংই ম্যাচের ছন্দ বদলে দেয়। ট্রিস্টান স্টাবস ১৮০ বলে ধীরস্থির ৯৪ রান করে ভারতীয় স্পিন আক্রমণকে হতাশ করেন। সঙ্গে টনি ডি জর্জি খেলেন দ্রুতগতির ৪৯ রানের ইনিংস। দু’জনের ঠান্ডা মাথার ব্যাটিংয়ে দ্বিতীয় ইনিংসে ২৬০/৫ তুলে ইনিংস ডিক্লিয়ার ঘোষণা করে। সিরিজে ০–১ পিছিয়ে থাকা ভারতের সামনে এখন ৫২২ রানের পথচলা বাকি।

এই মুহূর্তে ভারতের ব্যাটিং দায়িত্ব সামলাচ্ছেন সাই সুদর্শন (২*) ও নাইটওয়াচম্যান কুলদীপ যাদব (৪*) লড়াই চালিয়ে যাচ্ছেন ঠিকই, তবে ম্যাচের ছবি একতরফাই। শেষ দিনে অলৌকিক কিছু না ঘটলে সিরিজে ফিরতে পারা ভীষণ কঠিন হয়ে দাঁড়াবে পন্থ বাহিনীর জন্য।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen