আইএসএলে চেন্নাইয়ান এফসির কাছে ২-০ হার ইস্টবেঙ্গলের
প্রথমার্ধ গোল শূন্যে শেষ হয়।
February 12, 2023
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ জহরলাল নেহেরু ইনডোর স্টেডিয়ামে চেন্নাইয়ান এফসির মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল।
প্রথমার্ধ গোল শূন্যে শেষ হয়। দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটের মাথায় চেন্নাইয়ান এফসির হয়ে প্রথম গোল করেন কারিকারি। ৮৭ মিনিটের মাথায় আলী দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করে দেন চেন্নাইয়ান এফসির।
চেন্নাইয়ান এফসির কাছে বল পজেশন ছিল ৫৫ শতাংশ ও ইস্টবেঙ্গলের কাছে বল পজেশন ছিল ৪৫ শতাংশ।ইস্টবেঙ্গলের হয়েছে ৭টি ফাউল ও চেন্নাইয়ান এফসির হয়েছে ১৩টি ফাউল। নিজেদের মধ্যে চেন্নাইয়ান এফসি পাস খেলেছে ৪৬০টি ও ইস্টবেঙ্গল খেলেছে ৩৮৪টি পাস। ৯০ মিনিটের শেষে খেলার ফলাফল চেন্নাইয়ান এফসি ২ ইস্টবেঙ্গল ০।