Cheteshwar Pujara: ভারতীয় ক্রিকেটের অটল স্তম্ভের বিদায়, অবসর ঘোষণা চেতেশ্বর পূজারার

August 24, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২.২০: ভারতীয় ক্রিকেট দলের অন্যতম নির্ভরযোগ্য টেস্ট ব্যাটসম্যান চেতেশ্বর পুজারা সকল স্তরের ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা করলেন। রবিবার এক সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। গত বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্য ওভালে খেলেছিলেন তিনি, সেটিই ছিল ভারতীয় জার্সিতে তাঁর শেষ ম্যাচ।

পূজারা তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট লিখে জানান, ভারতের জার্সি পরা, জাতীয় সঙ্গীত গাওয়া এবং মাঠে পা রেখে প্রত্যেকবার সর্বোচ্চ চেষ্টা করা – এই অনুভূতি শব্দে বর্ণনা করা সম্ভব নয়। তিনি লিখেন, “তবে যেমন বলা হয়, সব ভালো জিনিসের একটা শেষ আছে। অগাধ কৃতজ্ঞতা-সহ আমি আজ থেকে ভারতের সকল স্তরের ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের সকলের ভালবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ।”

এই পোস্টের সঙ্গে তিনি একটি স্টেটমেন্টও দিয়েছেন, যেখানে তিনি তাঁর দুই দশক লম্বা ক্রিকেট জার্নির কথা উল্লেখ করে তাঁর টিমমেট, কোচ, ফ্যানদের এবং পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন। ভারতের প্রতিনিধিত্ব করাকে তিনি বিরাট সম্মান বলেছেন এবং ক্রিকেট তাঁকে যে স্মৃতি ও শিক্ষা দিয়েছে, তা তিনি আজীবন উদযাপন করবেন।

চেতেশ্বর পূজারা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতের টেস্ট ক্রিকেটে অষ্টম সর্বোচ্চ রান করার হিসেবে। তাঁর সংগ্রহ ৭১৯৫ রান, এভারেজ ৪৩.৬০, যার মধ্যে ১৯টি সেঞ্চুরি এবং ৩৫টি হাফ-সেঞ্চুরি। ২০১০ সালে ডেবিউ করার পর, তিনি ভারতের হয়ে মোট ১০৩টি টেস্ট এবং ৫টি ODI খেলেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen