ছত্তিশগড়ের সুকমায় বড় সাফল্য নিরাপত্তাবাহিনীর, এনকাউন্টারে মৃত ১২ মাওবাদী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২.০০: ছত্তিশগড়ের সুকমা জেলায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে অন্তত ১২ জন নকশাল নিহত হয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। শুক্রবার গভীর রাতে জেলা রিজ়ার্ভ গার্ড (ডিআরজি), সুকমার তরফে কিস্তারাম থানার অন্তর্গত পালোদি ও পোটাকপল্লি এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় কিস্তারাম এলাকার পামলুর গ্রামের কাছে নিরাপত্তাবাহিনী ও নকশালদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ শুরু হয়।
দীর্ঘক্ষণ চলা গুলির লড়াইয়ে নিরাপত্তাবাহিনী মোট ১২ জন নকশালকে নিকেশ করতে সক্ষম হয়েছে। নিহতদের মধ্যে কন্টা এরিয়া কমিটির সম্পাদক মাংদুও রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। তবে বাকি নিহত নকশালদের পরিচয় এখনও যাচাই করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একাধিক স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, যার মধ্যে AK-47 ও INSAS রাইফেল রয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোটা অভিযানটি সরাসরি পর্যবেক্ষণ করেন সুকমার পুলিশ সুপার কিরণ চাভান। এলাকায় এখনও তল্লাশি অভিযান চলছে এবং পুরো ঘটনার বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।
এদিকে, একই দিনে ছত্তিশগড়ের বিজাপুর জেলায় পৃথক একটি সংঘর্ষে আরও দুই নকশাল নিহত হয়েছে। শুক্রবার ভোর প্রায় ৫টা নাগাদ দক্ষিণ বিজাপুরের জঙ্গলে ডিআরজি বাহিনী গোপন সূত্রে খবর পেয়ে অভিযান শুরু করলে নকশালদের সঙ্গে গুলির লড়াই বেঁধে যায়। ঘটনাস্থল থেকে দুই নকশালের দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, ওই এলাকায় এখনও মাঝেমধ্যে গুলি বিনিময় চলছে।
উল্লেখ্য, গত বছর ছত্তিশগড়ে নিরাপত্তাবাহিনীর সঙ্গে পৃথক সংঘর্ষে মোট ২৮৫ জন নকশাল নিহত হয়। এর মধ্যে শুধু বাস্তার ডিভিশনের সাতটি জেলায় ২৫৭ জন এবং রায়পুর ডিভিশনের গরিয়াবন্দ জেলায় আরও ২৭ জন নকশালকে নিকেশ করা হয়েছিল।