ষষ্ঠীর সকালে কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতির শপথ
সোমবার সকাল ১১টায় শপথ নেবেন তিনি।
October 10, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

দীর্ঘদিন শূন্য থাকার পর অবশেষে পূরণ হতে চলেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পদ। সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিতে চলেছেন বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। সোমবার সকাল ১১টায় শপথ নেবেন তিনি।
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পদ শূন্য থাকায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে কাজ চালাচ্ছিলেন রাজেশ বিন্দল। শনিবার তাঁকে এলাহাবাদ হাইকোর্টে বদলি হন। একই সঙ্গে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে ঘোষণা করে প্রকাশ শ্রীবাস্তবের নাম। মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি ছিলেন তিনি।
সোমবার প্রধান বিচারপতির শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল জগদীপ ধনখড়। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।