Chief Justice Of India: পেগাসাস থেকে ৩৭০ ধারা বাতিলের রায়দানকারী সূর্য কান্ত এবার দেশের ৫৩তম প্রধান বিচারপতি

October 30, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৩৫:  সুপ্রিম কোর্টের ৫৩তম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন সূর্য কান্ত (Shri Justice Surya Kant)। রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু বৃহস্পতিবার এই নিয়োগে সিলমোহর দিয়েছেন। আগামী ২৩ নভেম্বর বর্তমান প্রধান বিচারপতি বিআর গাভাই (Bhushan Ramkrishna Gavai) অবসর গ্রহণ করবেন। ২৪ নভেম্বর থেকে দায়িত্বভার গ্রহণ করবেন বিচারপতি সূর্য কান্ত।

বিচারপতি সূর্য কান্তের জন্ম ১০ ফেব্রুয়ারি ১৯৬২ সালে, হরিয়ানার হিসার জেলায়। ১৯৮৪ সালেরোহতকের মহর্ষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে তিনি হরিয়ানার অ্যাডভোকেট জেনারেল পদে নিযুক্ত হন। বিচারিক দায়িত্বে তাঁর যাত্রা শুরু হয় পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে বিচারপতি হিসেবে। ২০১৮ সালে তিনি সুপ্রিম কোর্টে বিচারপতি পদে যোগ দেন।

বর্তমানে বিচারপতি সূর্য কান্ত ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি (NALSA)-র চেয়ারম্যান পদে রয়েছেন।সূত্র অনুযায়ী, প্রধান বিচারপতি হিসেবে তাঁর মেয়াদ থাকবে প্রায় ১৫ মাস, যা শেষ হবে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে।

বিচারপতি সূর্য কান্তের বিচারিক কর্মজীবন দুই দশকেরও বেশি সময়জুড়ে বিস্তৃত। তিনি একাধিক গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়েছেন, যার মধ্যে রয়েছে, ১) কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল। সাংবিধানিক বেঞ্চের সদস্য হিসেবে তিনি এই রায়ে অংশ নেন, যা ৩৭০ ধারা বাতিলকে সাংবিধানিক বৈধতা দেয়। ২) পেগাসাস মামলার শুনানি। নজরদারি সফটওয়্যার সংক্রান্ত মামলায় তাঁর এজলাসে গুরুত্বপূর্ণ শুনানি হয়। ৩) রাষ্ট্রদ্রোহ আইন বাতিল। ব্রিটিশ আমলের আইপিসি ১২৪এ ধারা বাতিল হয় তাঁরই এজলাসে। ৪) জাতীয় নিরাপত্তা সংক্রান্ত রায়। তিনি মত দেন যে রাষ্ট্র ‘জাতীয় নিরাপত্তা’কে ঢাল হিসেবে ব্যবহার করে বিচার বিভাগীয় তদন্ত এড়াতে পারে না।

প্রধান বিচারপতির অবসর গ্রহণের এক মাস আগেই উত্তরসূরির নাম প্রস্তাবের জন্য আইনমন্ত্রক চিঠি পাঠায়। বিচারপতি গাভাই গত সপ্তাহে তার জবাব দেন। এরপর রাষ্ট্রপতির অনুমোদনে সূর্য কান্তের নাম চূড়ান্ত হয়। এই মুহূর্তে বিচারপতি সূর্য কান্ত সুপ্রিম কোর্টের দ্বিতীয় প্রবীণ বিচারপতি।

এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen