মন্ত্রী অপসারণ বিল: সংবিধানের ভারসাম্য ভাঙার আশঙ্কা তুলে কড়া প্রতিক্রিয়া প্রধান বিচারপতির

August 25, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

 

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯:০০: দোষী সাব্যস্ত হওয়ার অপেক্ষা থাকবে না।  অভিযোগের ভিত্তিতেই হারাতে হবে মন্ত্রিত্ব। টানা ৩০ দিন জেল হেফাজতে থাকলেই খোয়া যাবে পদ। সংসদে এই সংবিধান সংশোধনী বিল এনেছে কেন্দ্র।

মন্ত্রী, মুখ্যমন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রীকেও সরানো যাবে। ফলে শুরু হয়েছে প্রবল বিতর্ক। এই আবহেই মুখ খুললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই। তাঁর মন্তব্যে তৈরি হয়েছে শোরগোল।

গোয়া হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে প্রধান বিচারপতি স্পষ্ট ভাষায় বলেন, “প্রশাসন বিচারকের ভূমিকা নিতে পারে না। সংবিধান পরিষ্কারভাবে আইন প্রণেতা, প্রশাসক ও বিচার বিভাগের দায়িত্ব আলাদা করে দিয়েছে।”

তিনি আর‌ও বলেন, “যদি প্রশাসন বিচারকের জায়গা নেয়, তবে তা ক্ষমতা-বিভাজনের মূল কাঠামোকেই আঘাত করে।”

মোদী-শাহের নাম সরাসরি নেননি বিচারপতি।
তবে তাঁর মন্তব্য যে সদ্য পেশ হওয়া ১৩০তম সংবিধান সংশোধনী বিলকে কেন্দ্র করেই,
তা নিয়ে কোনও সংশয় নেই রাজনৈতিক মহলে।

তিনি উদাহরণ টানেন উত্তরপ্রদেশে ‘বুলডোজার বিচার’-এর প্রসঙ্গ। বিচারপতির প্রশ্ন, “কেউ অপরাধ করলে তার গোটা বাড়ি কি ভেঙে দেওয়া যায়? ওই বাড়ির নিরপরাধ সদস্যদের অপরাধ কী? এতে তো নিরপরাধীরাও শাস্তি পাচ্ছে। সুপ্রিম কোর্ট এমন পদক্ষেপ আগেই রুখে দিয়েছে। সংবিধান অপরাধীকেও কথা বলার সুযোগ দেয়।”

প্রধান বিচারপতির এই বক্তব্য বিরোধীদের হাতে বড় অস্ত্র তুলে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল। সংসদে সংখ্যার জোরে বিল পাশ হলেও আদালতে তা বাতিল হওয়ার সম্ভাবনার কথা বলছেন অনেক বিশেষজ্ঞ।

বিরোধীরাও ইতিমধ্যেই বিলের বিরুদ্ধে একজোট হওয়ার ইঙ্গিত দিয়েছে। লোকসভা ও রাজ্যসভায় প্রতিলিপি ছিঁড়ে প্রতিবাদ হয়েছে। যৌথ সংসদীয় কমিটিতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল, সমাজবাদী পার্টি ও আম আদমি পার্টি। কংগ্রেস এখনও দ্বিধায়।

তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন রবিবার বলেন, “যে বিল পাশই হতে দেব না, তার আবার কমিটিতে আলোচনা কীসের?” সমাজবাদী নেতা অখিলেশ যাদবও ঘোষণা করেছেন, তাঁর দলের কেউ কমিটিতে থাকবেন না। আম আদমি পার্টির সঞ্জয় সিংয়ের অভিযোগ, “মোদীজির লক্ষ্য দুর্নীতি রোধ নয়, বরং বিরোধী রাজ্য সরকারগুলিকে ক্ষমতাচ্যুত করা।”

ফলে এখন বড় প্রশ্ন, ৩১ সদস্যের সংসদীয় কমিটিতে বিরোধীদের ১০-১২ প্রতিনিধি যদি না থাকেন, তাহলে আদৌ কার্যকর হবে কি এই কমিটি?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen