দীঘা সফর কাটছাঁট করে কলকাতায় ফিরছেন মুখ্যমন্ত্রী
সূত্রের খবর, এদিন রথযাত্রার অনুষ্ঠান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই দীঘা ছেড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হন তিনি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:১০: ঠিক ছিল দীঘার প্রথম রথযাত্রার সূচনা করে শনিবার কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সূচি অনুযায়ী শুক্রবার জগন্নাথ দেবের রথযাত্রায় অংশও নেন মুখ্যমন্ত্রী। কিন্তু আজ সন্ধ্যা বেলা জানা গেল, নির্ধারিত সময়ের আগেই, আজ শুক্রবার রাতেই শহরে ফিরে আসছেন তিনি।
যদিও, ঠিক কী কারণে মুখ্যমন্ত্রী আজ রাতেই কলকাতায় ফিরছেন, তা স্পষ্ট নয়। মনে করা হচ্ছে, কসবা ল কলেজে ছাত্রী নির্যাতনের কাণ্ডে মর্মাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই জন্যই তিনি দীঘা সফর কাটছাঁট করে কলকাতায় ফিরে এলেন, এরকমও মনে করা হচ্ছে।
সূচি অনুযায়ী, মুখ্যমন্ত্রীর কলকাতায় ফেরার কথা ছিল শনিবার। শুক্রবার দীঘায় রথযাত্রার মূল অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী নিজে। মন্দিরে পুজো দেন, রথে দড়ি টানতেও দেখা যায় তাঁকে। মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছিলেন ২৮ তারিখে কলকাতায় ফিরবেন তিনি। সূত্রের খবর, এদিন রথযাত্রার অনুষ্ঠান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই দীঘা ছেড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হন তিনি।
গত কয়েকদিন ধরে তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়ের স্বাস্থ্যের অবস্থার তেমন উন্নতি হচ্ছে না। ড্রাউসিনেস কাটছে না সাংসদের, এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা। এই অবস্থায় এটাও একটা কারণ হতে পারে মুখ্যমন্ত্রীর তড়িঘড়ি ফিরে আসার। তবে সঠিক কী কারণে মুখ্যমন্ত্রী নির্ধারিত সূচির আগে ফেরত এলেন সেটা আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।