গঙ্গাসাগর মেলা নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী, সুপ্রিম কোর্টে SIR সংক্রান্ত মামলার শুনানি, WPL-র নিলাম, আজ নজর কোন কোন খবরে?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:৩০: *গঙ্গাসাগর মেলা নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠক*
আজ নবান্নে গঙ্গাসাগর মেলা নিয়ে জরুরি বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর মেলার দেখভাল করে। তাই মন্ত্রী পুলক রায়-সহ দপ্তরের আধিকারিকদের উপস্থিত থাকতে বলা হয়েছে। বৈঠকে থাকবেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।
*সুপ্রিম কোর্টে SIR সংক্রান্ত মামলার শুনানি*
বুধবারের পর আজও SIR সংক্রান্ত মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের এজলাসে মামলাটি উঠবে। সেদিকে নজর থাকবে।
*WPL-র নিলাম*
আজ WPL-র নিলাম। বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য শ্রী চরণি, রেণুকা সিংহ, স্নেহ রানা, হরলীন দেওল, দীপ্তি শর্মাদের কোন দল কত দরে কিনছে সেদিকে নজর থাকবে। নিলাম শুরু দুপুর ২:৩০ থেকে।
*ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’-র খবর*
বুধবার ভোরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’। তামিলনাড়ুর উপকূল, কেরল এবং অন্ধ্রপ্রদেশে আগামী কদিন এর জেরে ভারী বৃষ্টি হতে পারে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে নতুন আর একটি নিম্নচাপ তৈরি হয়েছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।