জয়দেব সেতুর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী, দুর্গাপুর থেকে বোলপুর যাওয়া আরও সহজ হল

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ১৩৮ কোটি টাকা ব্যয়ে পূর্ত দপ্তরের উদ্যোগে এই জয়দেব সেতু নির্মাণ হল।

July 29, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
Chief Minister inaugurates Jaydev Bridge, making it easier to travel from Durgapur to Bolpur
Chief Minister inaugurates Joydev Bridge, making it easier to travel from Durgapur to Bolpur

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:১২: দুর্গাপুর থেকে বোলপুর যাওয়া এবার আরও সহজ হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বীরভূমের জয়দেবের এবং পশ্চিম বর্ধমানের বিদবিহারের অজয় নদের উপর গড়ে উঠল স্থায়ী সেতু। ১৩৮ কোটি টাকা ব্যয়ে পূর্ত দপ্তরের উদ্যোগে এই সেতু নির্মাণ হল। নাম দেওয়া হল জয়দেব সেতু।

স্থানীয়রা বলছেন, এতদিন হিউম পাইপ, বোল্ডার, মোরাম দিয়ে তৈরি অস্থায়ী সেতুই ছিল একমাত্র ভরসা। বর্ষায় তা ভেসে গেলে, যাতায়াতে ভরসা ছিল কেবল নৌকা। কিন্তু অজয়ের জলরূপ ভয়ঙ্কর হলে তাও বন্ধ থাকত। বাসিন্দাদের মতে, এই ২.৭৩ কিমি দীর্ঘ পাকা সেতু চালু হওয়ায় যোগাযোগ যেমন সুগম হবে, তেমনই দুর্ঘটনার আশঙ্কাও অনেকটাই কমবে।

ইলামবাজারের টিকরবেতা থেকে শুরু হয়ে শিবপুর পর্যন্ত এই সেতু চালু হলে, দুর্গাপুর মুচিপাড়া হয়ে শান্তিনিকেতন যাওয়ার রাস্তা প্রায় ২২-২৫ কিলোমিটার কমে যাবে।
প্রশাসন সূত্রের খবর, ২০১৭ সালে কাঁকসায় এক সরকারি সভায় মুখ্যমন্ত্রী এই সেতুর ঘোষণা করেন। কিন্তু জমি জট ও বন্যার কারণে নির্মাণে দীর্ঘসূত্রতা তৈরি হয়। একবার বন্যার জলে সেতুর নির্মাণসামগ্রীও ভেসে যায়। অবশেষে সব বাধা পেরিয়ে শেষমেশ মঙ্গলবার সেতুটি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen