আজ মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী, শান্তি-সম্প্রীতির বার্তা দেবেন নবাবের জেলায়

সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং ধুলিয়ানের একাধিক এলাকা অশান্ত হয়ে উঠেছিল।

May 5, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi
আজ মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী, শান্তি-সম্প্রীতির বার্তা দেবেন নবাবের জেলায়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং ধুলিয়ানের একাধিক এলাকা অশান্ত হয়ে উঠেছিল। যার জেরে তিন ব্যক্তির প্রাণও গিয়েছে। দিনরাত নজরদারি চালিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি সামাল দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার শান্তি ও সম্প্রীতির বার্তা দিতে মুর্শিদাবাদের মানুষের সঙ্গে দেখা করতে যাচ্ছেন মমতা। আজ সোমবার তাঁর পৌঁছনোর কথা। দুর্গত মানুষের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলবেন বলেও জানা গিয়েছে।

রাজনৈতিকমহলের মতে, মুর্শিদাবাদের ঘটনাকে হাতিয়ার করে ছাব্বিশের ভোটে ফায়দা লুটতে মরিয়া গেরুয়া শিবির। বিভাজনের রাজনীতিতে নেমেছে তারা। মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের উদ্দেশ্যে চার পাতার খোলা চিঠি লিখেছেন। বিজেপি এবং আরএসএসের বিরুদ্ধে এই দুর্ভাগ্যজনক ঘটনাকে ব্যবহার করার অভিযোগ করেছেন তিনি। মমতার অভিযোগ, বিভাজনের রাজনীতির খেলায় মেতে উঠেছে বিজেপি। এবার তিনি নবাবের জেলা থেকেই সুর চড়াবেন। মমতার কথা শোনার অপেক্ষায় জেলার সাধারণ মানুষ থেকে তৃণমূল নেতা-কর্মী-সমর্থক সকলেই প্রহর গুনছেন।

কান্দির বিধায়ক অপূর্ব সরকারের মতে, মুখ্যমন্ত্রীর সফরের ফলে বিজেপির সমস্ত পরিকল্পনা ভেস্তে যেতে চলেছে। মানুষ জানেন মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে উন্নয়ন সুনিশ্চিত করে জেলাকে একটি নতুন মাত্রায় পৌঁছে দিয়েছেন। কংগ্রেসের গড় মুর্শিদাবাদ জেলার ২২টি বিধানসভা আসনের মধ্যে বর্তমানে ২০টি তৃণমূলের দখলে। বাকি দুটি দখলে রেখেছে বিজেপি। সাংসদ খলিলুর রহমানের মতে, ছাব্বিশে ‘২২-০’ করার লক্ষ্যেই মাঠে নামবে তৃণমূল। জেলার অভূতপূর্ব উন্নয়ন এবং পরিষেবা প্রদানে দৃষ্টান্ত স্থাপনে ভিত্তি করেই জেলায় বিরোধী শূন্য করার লক্ষ্যে ঝাঁপাচ্ছে তৃণমূল।

মঙ্গলবার সুতির ছাবঘাটি কেডি বিদ্যালয়ের মাঠে পরিষেবা প্রদান অনুষ্ঠান হবে। এখান থেকেই কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। তিনি বিভিন্ন প্রকল্পের সুবিধাও তুলে দেবেন উপভোক্তাদের হাতে। সোমবার দুপুরে কলকাতা থেকে হেলিকপ্টারে বহরমপুর পৌঁছে যাওয়ার কথা তাঁর। পরদিন সুতি পৌঁছনোর আগে, সামশেরগঞ্জে দুর্গত মানুষের সঙ্গে সরাসরি কথা বলবেন মুখ্যমন্ত্রী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen