আজই দীঘায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী, প্রথম রথযাত্রার আয়োজন নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করবেন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৩০: রথযাত্রার আগের দিন বৃহস্পতিবার দীঘায় যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এরকমটাই ঠিক ছিল। কিন্তু পরিস্থিতি বিবেচনা করে মুখ্যমন্ত্রী তাঁর সফরসূচির কিছু রদবদল করছেন। বৃহস্পতিবারের বদলে আজ বুধবারই দীঘায় পৌঁছে যাবেন তিনি। নবনির্মিত জগন্নাথ মন্দিরে (Digha Jagannath temple) প্রথমবার আয়োজিত হচ্ছে রথযাত্রা (Digha Rath Yatra)। এই ঐতিহাসিক মুহূর্তের উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
উদ্বোধনের পর থেকেই দীঘার জগন্নাথ মন্দিরে উপচে পড়ছে ভিড়। এখনও পর্যন্ত ৩০ লক্ষের বেশি ভক্ত সমাগম হয়েছে মন্দিরে। ২৭জুন রথযাত্রা। সৈকত শহরে প্রথম রথযাত্রার আয়োজনে নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করতে চাইছেন মুখ্যমন্ত্রী। দীঘার জগন্নাথ মন্দিরের অন্যতম দায়িত্বপ্রাপ্ত তথা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস জানিয়েছেন, “ইতিমধ্যেই নবান্নে দিঘার রথযাত্রা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। তাতে আমরাও ছিলাম। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার নিজে গিয়ে সরেজমিনে নিরাপত্তা পরিস্থিতি দেখে এসেছেন। রথে দু’লক্ষের বেশি জনসমাগম হওয়ার কথা। থাকবেন প্রচুর বিদেশিও।”
নবান্নে ইতিমধ্যেই হয়েছে উচ্চপর্যায়ের বৈঠক। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার দীঘায় গিয়ে সরেজমিনে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে এসেছেন। আয়োজকরা জানিয়েছেন, রথের দিন দুই লক্ষের বেশি মানুষের জমায়েত হতে পারে। তাই কড়া নিরাপত্তার ব্যবস্থা — মন্দির চত্বর ও রথযাত্রার রুটজুড়ে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা, তৈরি হচ্ছে চারটি ওয়াচ টাওয়ার। রাখা হচ্ছে লম্বা দড়ি, যাতে পর্যটকরাও রথ টানতে পারেন।
পুরীর মতো দীঘার মন্দিরেও যাতে রথযাত্রার আগে সোনার ঝাঁটা দিয়ে রাস্তা ঝাঁট দেওয়া যায় তার জন্য নিজের ব্যক্তিগত তহবিল থেকে ৫ লক্ষ ১ টাকা দিয়ে আগেই সোনার ঝাড়ু কিনে দিয়েছিলেন মমতা। জানা যাচ্ছে, রথযাত্রার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোনার ঝাঁটা দিয়ে ঝাঁট দেবেন। তারপরই রথের চাকা গড়াবে।