১৮ ডিসেম্বর নিউ টাউনে ইনফোসিসের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

নিউ টাউনে ৫০ একর জমিতে ইনফোসিসের প্রকল্পটি যাতে দ্রুত রূপায়িত হয় তার জন্য বিশেষভাবে উদ্যোগী হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

November 30, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
১৮ ডিসেম্বর নিউ টাউনে ইনফোসিসের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কাউন্ট ডাউন শুরু, রাজ্যে প্রথম ক্যাম্পাস চালু করতে চলেছে ইনফোসিস। মাত্র দু’বছরের মধ্যেই প্রথম পর্যায়ে বিল্ডিং নির্মাণ থেকে যাবতীয় পরিকাঠামোর কাজ শেষ করেছে তারা। এ বার আনুষ্ঠানিক উদ্বোধনের পালা। আগামী ১৮ ডিসেম্বর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। শুক্রবার আলিপুরের সরকারি অতিথিশালা ‘সৌজন্য’য় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের (বিজিবিএস) প্রস্তুতি উপলক্ষে শিল্প ও বাণিজ্য মহলের শীর্ষ ব্যক্তিত্বদের সঙ্গে বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই ইনফোসিসের নতুন ক্যাম্পাসের উদ্বোধনের বিষয়টি জানান তিনি।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই তথ্য প্রযুক্তি সংস্থাটির এই সম্প্রসারণ প্রকল্পটি রাজ্যে নতুন শিল্প বিনিয়োগের ক্ষেত্রে নিঃসন্দেহে একটা বড় পরিবর্তন নিয়ে আসবে বলেই মনে করা হচ্ছে। নতুন ক্যাম্পাসে প্রচুর কর্মসংস্থানের সুযোগ বাড়বে। নিউ টাউনে ৫০ একর জমিতে ইনফোসিসের প্রকল্পটি যাতে দ্রুত রূপায়িত হয় তার জন্য বিশেষভাবে উদ্যোগী হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তার সুফলই এবার মিলতে চলেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen