মিরিকে ধসে ক্ষতিগ্রস্তদের পাশে মুখ্যমন্ত্রী, স্বজনহারাদের ঘরে গিয়ে খোঁজ নিলেন মমতা

October 14, 2025 | < 1 min read
Published by: Ritam

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:০০: ভূমিধস ও প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মিরিকের পরিস্থিতি সরেজমিনে দেখতে রবিবার ফের উত্তরবঙ্গ সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাময়িক বিরতির পর মঙ্গলবার তিনি আবারও পাহাড়ের পথে রওনা হয়ে পৌঁছেছেন মিরিকের দুর্গত এলাকায়। যেসব পরিবার প্রিয়জন হারিয়েছেন, তাঁদের বাড়িতে গিয়ে সমবেদনা জানান মুখ্যমন্ত্রী। আশ্বাস দেন, রাজ্য সরকার তাঁদের পাশে রয়েছে এবং পুনর্বাসনের জন্য সবরকম সহায়তা করা হবে।

প্রবল বর্ষণ এবং ভুটান থেকে নেমে আসা অতিরিক্ত জলের কারণে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়ে উত্তরবঙ্গ। পাহাড়ি অঞ্চলে ধস, রাস্তা ভাঙন এবং ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মধ্যে। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ছন্দে ফিরছেন স্থানীয় বাসিন্দারা।

 

 

এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিরিক। সেখানে একাধিক রাস্তা ধসে পড়েছে, বহু বাড়ি ভেঙে গেছে, এমনকি একটি পরিবারে তিনজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। বিপর্যয়ের খবর পেয়ে মঙ্গলবার সকালেই মিরিকে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্বজনহারা পরিবারগুলোর সঙ্গে দেখা করেন, তাঁদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন এবং পাশে থাকার বার্তা দেন।

মুখ্যমন্ত্রী মিরিকের বিভিন্ন রাস্তায় হেঁটে পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করেন। পরে একটি ত্রাণ শিবিরে গিয়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ করেন। শিশুদের হাতে তুলে দেন খাতা-পেন্সিল ও খেলনা। রবিবার বিকেলেই উত্তরবঙ্গে পৌঁছেছিলেন তিনি। সোমবার নাগরাকাটার বিভিন্ন বিপর্যস্ত সেতু, নদীবাঁধ ও রাস্তার অবস্থা খতিয়ে দেখেন। আশ্রয় শিবিরগিয়ে আশ্রয়প্রাপ্তদের সঙ্গে কথা বলেন এবং মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা ও চাকরির নিয়োগপত্র প্রদান করেন। এই বিপর্যয় উত্তরবঙ্গের নিরাপত্তা ও পরিকাঠামো নিয়ে নতুন করে ভাবনার দরজা খুলে দিয়েছে। প্রশাসনের তৎপরতা এবং মুখ্যমন্ত্রীর সরাসরি উপস্থিতি কিছুটা হলেও স্বস্তি দিয়েছে স্থানীয়দের।

TwitterFacebookWhatsAppEmailShare

ফলো করুন :

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen