বন্যা পরিস্থিতির আশঙ্কায় ৫ জেলার ডিএমকে সতর্ক থাকতে বললেন মুখ্যসচিব

ইতিমধ্যেই ২ লক্ষ ৪৮ হাজার কিউসেক জল ছেড়েছে ডিভিসি।

October 1, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

বন্যা পরিস্থিতির আশঙ্কায় ৫ জেলার ডিএমকে সতর্ক থাকতে বললেন রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী। ঝাড়খণ্ডের লাগাতার বৃষ্টির ফলে ডিভিসির ছাড়া জলে পশ্চিমবঙ্গের প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে। নবান্ন সূত্রে খবর, ডিভিসির জলে ৫ জেলা – হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়ায় বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে।

আগামীকাল আকাশপথে পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, হাওড়া ও হুগলীর বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান – এই তিন জেলার জন্য ৩ কলাম সেনা চেয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছে রাজ্য সরকার। সূত্রের খবর। অন্যদিকে বীরভূম ও বাঁকুড়ার জন্য তৈরি থাকতে বলা হয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে।

ইতিমধ্যেই ২ লক্ষ ৪৮ হাজার কিউসেক জল ছেড়েছে ডিভিসি। বীরভূমের হিংলো জলাধার থেকে ৪৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। বিপর্যয়ের আশঙ্কা এরইমধ্যে সতর্ক করা হয়েছে জেলার সমস্ত ব্লককে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen