BJP শাসিত ত্রিপুরায় দিনেদুপুরে প্রকাশ্য রাস্তায় শিশু খুন, দুষ্কৃতীদের হাতে আহত মাও

November 25, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:২৯: যেন জঙ্গলরাজ! BJP শাসিত ত্রিপুরায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে দিনেদুপুরে খুন হল এক শিশু। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরা জেলার শনিছড়া এলাকায়। সন্তানের প্রাণ বাঁচাতে গিয়ে মাও দুষ্কৃতীদের হাতে মারাত্মকভাবে জখম হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ হয়।

স্কুল ছুটির পর বিজয়া সিনহা তাঁর আট বছরের ছেলে অমৃতকে নিয়ে স্কুটিতে করে বাড়ি ফিরছিলেন। নদীয়াপুর এলাকার অর্জুন টিলা সংলগ্ন অঞ্চলে একদল দুষ্কৃতী তাঁদের উপর হামলা চালায়। মা ও ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন দু’জনে। স্থানীয়রা মা-ছেলেকে উদ্ধার করে শনিছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। চিকিৎসকেরা অমৃতকে মৃত ঘোষণা করেন। গুরুতরভাবে আহত বিজয়া সিনহাকে শিলচর হাসপাতালে রেফার করা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকদের মতে, তাঁর অবস্থা আশঙ্কাজনক।

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বিজয়া সিনহার সঙ্গে তাঁর স্বামী অরুণকান্তি সিনহার অশান্তি চলছে। অরুণকান্তি ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত। প্রশ্ন উঠছে। পুলিশের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। অভিযোগ, দুপুর দু’টো নাগাদ ঘটনা ঘটলেও দীর্ঘ সময় পার হয়ে গেলেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি। প্রতিবাদে স্থানীয়রা শনিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ঘেরাও করেন। গাছ ফেলে, টায়ার জ্বালিয়ে ৮ নম্বর অসম–আগরতলা জাতীয় সড়ক অবরোধ করা হয়। দীর্ঘ সময় ধরে যান চলাচল বন্ধ ছিল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। দুষ্কৃতীদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হয়েছে। এখনও অধরা দুষ্কৃতীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen