আজ থেকে রবীন্দ্র সরোবরে ঢুকতে পারবে কচিকাঁচারাও

সকাল ছ’টা থেকে আটটা এবং বিকেল চারটে থেকে ছ’টা পর্যন্ত বাচ্চাদের প্রবেশের অনুমতি দিয়েছেন কেএমডিএ।

December 4, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

অবশেষে কচিকাঁচাদের জন্যও খুলছে রবীন্দ্র সরোবর। আজ, শনিবার থেকে দিনে নির্দিষ্ট সময়ে ভিতরের দু’টি চিলড্রেন্স পার্ক সহ গোটা লেকেই শিশুরা ঢুকতে পারবে। খেলতে পারবে। সকাল ছ’টা থেকে আটটা এবং বিকেল চারটে থেকে ছ’টা পর্যন্ত বাচ্চাদের প্রবেশের অনুমতি দিয়েছেন কেএমডিএ।

কেএমডিএ সিইও অন্তরা আচার্য জানিয়েছেন, রাজ্য সরকারের নির্দেশ মত করোনাবিধি মেনেই বাচ্চাদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। পরিবেশকর্মী তথা রবীন্দ্র সরোবর মর্নিং অ্যাসোসিয়েশন থেকে জানানো হয়েছে , শনি ও রবিবার এবং ছুটির দিনে আরও বেশি সময় বাচ্চাদের পার্কে ঢোকার অনুমতি যেন দেওয়া হয়, সেই অনুরোধ জানিয়ে কেএমডিএ কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, করোনার জন্য গত প্রায় ২০ মাস ধরে রবীন্দ্র সরোবরে বাচ্চাদের ঢোকা নিষিদ্ধ ছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen