অশান্ত বাংলাদেশে শিশুদের ভবিষ্যৎ বিপন্ন, ধর্মের নামে হানাহানির বিরুদ্ধে কবিতা লিখলেন শাকিব
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:২০: বড়দিনে বাংলাদেশের অস্থির পরিস্থিতি নিয়ে গভীর চিন্তায় পড়লেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক ও প্রাক্তন সাংসদ শাকিব আল হাসান (Shakib Al Hasan)। মৌলবাদীদের আগ্রাসন ও ধর্মের নামে হানাহানিতে শিশুদের ভবিষ্যৎ বিপন্ন হচ্ছে-এই আশঙ্কা নিয়েই তিনি লিখেছেন একটি কবিতা। সেখানে দীপু দাস (Dipu Das) হত্যাকাণ্ড থেকে শুরু করে ওসমান হাদির (Osman Hadi) প্রসঙ্গ উঠে এসেছে।
শাকিব লিখেছেন, “সদ্য নৃশংস হত্যার শিকার দীপু দাশের ছোট্ট শিশু, গোপালগঞ্জের দীপ্ত সাহার ছোট্ট শিশু, ওসমান হাদির ছোট্ট শিশু-আরও কত শত শিশু আজ এতিম হয়ে গেছে! এই শিশুদের জীবন যেন আগামীর জন্য দুর্বিষহ না হয়-সে দায়িত্ব বাংলাদেশের, তথা আমাদের।” তিনি প্রশ্ন তুলেছেন, “শিশুর বাসযোগ্য বাংলাদেশ গড়ার জন্য-আমরা কি ঠিক দায়িত্বশীল আচরণ করছি?”
শেখ হাসিনার অপসারণের দাবিতে শুরু হওয়া আন্দোলন ক্রমশ মৌলবাদীদের আস্ফালন ও সংখ্যালঘুদের উপর ত্রাসে পরিণত হয়েছে। ধর্মাচরণের জন্যই সংখ্যালঘুদের আক্রান্ত হতে হচ্ছে। দীপু দাস হত্যাকাণ্ড তার জ্বলজ্যান্ত উদাহরণ। অথচ বাংলাদেশের ক্রিকেটমহল এ বিষয়ে নীরব। এমনকি টি-২০ অধিনায়ক লিটন দাস, যিনি নিজেও সংখ্যালঘু, মুখ খোলেননি।
বাংলাদেশের অন্যতম সেরা ক্রীড়াব্যক্তিত্ব হলেও শাকিব বর্তমানে নির্বাসিত। দেশে ঢোকার অনুমতি নেই, দেশের হয়ে খেলতেও পারছেন না। তাঁর বিরুদ্ধে খুনের মামলা চলছে। বিতর্কের মধ্যে তিনি বাংলাদেশের (Bangladesh) মানুষের কাছে ক্ষমাও চেয়েছেন, কিন্তু দেশে ফিরতে পারেননি। তবুও প্রবাস থেকে তিনি মৌলবাদীদের বিরুদ্ধে সরব হচ্ছেন।