মহারাষ্ট্রের স্কুলে শিশুদের যৌন নিগ্রহ, সিসি ক্যামেরার ফুটেজ নষ্ট নিয়ে সরব বিরোধীরা

বিজেপি জোটশাসিত মহারাষ্ট্রের বাদলপুরে স্কুলে দুই শিশু পড়ুয়ার যৌন নিগ্রহের ঘটনায় চাপ বাড়াচ্ছে বিরোধীরা।

September 6, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: ইন্ডিয়ান এক্সপ্রেস

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বিজেপি জোটশাসিত মহারাষ্ট্রের বাদলপুরে স্কুলে দুই শিশু পড়ুয়ার যৌন নিগ্রহের ঘটনায় চাপ বাড়াচ্ছে বিরোধীরা। স্কুলের সিসি ক্যামেরার ফুটেজ নষ্ট করা নিয়ে একনাথ সরকারকে নিশানা করলেন শিবসেনা (উদ্ধব) নেতা সঞ্জয় রাউত। তাঁর প্রশ্ন, সিসিটিভি ফুটেজ কে সরাল?

সাংবাদিকদের রাউত বলেছেন, এই লজ্জাজনক ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে ও উপ মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী এব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন। যদিও বিরোধীরা সরকারের এই নীরবতা বরদাস্ত করবে না। তাঁর অভিযোগ, সিসি ক্যামেরা ফুটেজ সরিয়ে ফেলার নেপথ্যে স্কুল কর্তৃপক্ষের হাত রয়েছে। তাঁর প্রশ্ন, শুধুমাত্র অভিযুক্ত কনস্টেবলকে বাঁচাতেই কি এই পদক্ষেপ, নাকি এর পিছনে বড় কোনও রহস্য রয়েছে?

এদিকে, এই ঘটনার তদন্তে গাফিলতির জন্য মঙ্গলবার মহারাষ্ট্র সরকারকে তীব্র ভৎসর্না করে বেম্বে হাইকোর্ট। বিচারপতি রেবতী মোহিতে ডেরে এবং পৃত্থীরাজ কে চভনের বেঞ্চ তদন্তের গতি নিয়ে অসন্তোষ প্রকাশ করন। তদন্তকারীদের প্রতি তাঁদের নির্দেশ, সঠিকভাবে তদন্ত করতে হবে। কোনও ফাঁক রাখা চলবে না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen