অরুণাচলে ১৫টি জায়গার নাম নিজেদের ভাষায় দিয়ে দিল চীন
অরুণাচলে চীনা নামকরণের তীব্র নিন্দা করেছে বিদেশ মন্ত্রক।

লাদাখ নিয়ে সমস্যা এখনও মেটেনি। এরই মধ্যে উস্কানি দিয়ে অরুণাচল প্রদেশের ১৫টি স্থানের নাম এবার সরাসরি নিজেদের ভাষায় দিয়ে দিল চীন। এই ১৫টি স্থানের মধ্যে আটটি বসবাসের স্থান। চারটি পাহাড়, দু’টি নদী ও একটি গিরিপথ। অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বত বা জঙ্গনান প্রদেশ বলে চিহ্নিত করে বেজিং।
বৃহস্পতিবার চীনা সরকারি সংবাদ সংস্থা গ্লোবাল টাইমসের খবর, বুধবার ওই প্রদেশের ১৫টি স্থানের নাম নিজেদের মতো করে দিয়েছে চীনের অসামরিক বিষয়ক মন্ত্রক। এর আগে ২০১৭ সালে এভাবে অরুণাচল প্রদেশের ছ’টি স্থানের নাম নিজেদের মতো করে দেওয়া হয়েছিল। অরুণাচলকে প্রথম থেকেই নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে চীন। ভারতের বিদেশ মন্ত্রক সেই দাবি উড়িয়ে দিয়ে স্পষ্টই বলেছে, অরুণাচল প্রদেশ দেশের অবিচ্ছেদ্য অঙ্গ। অরুণাচলে চীনা নামকরণের তীব্র নিন্দা করেছে বিদেশ মন্ত্রক। সূত্রের খবর, এভাবে বিভিন্ন স্থানের নাম নিজেদের মতো করে দেওয়ার মাধ্যমে অরুণাচল প্রদেশের উপর অধিকার পোক্ত করতে চাইছে চীন। তারা প্রমাণ করতে চাইছে, এই অঞ্চলটি বহু বছর ধরেই চীনে রয়েছে।