Bihar Election 2025: নীতীশের সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন চিরাগ, বিহারে ভাঙনের মুখে এনডিএ?

চলতি বছরের শেষে বিহারে (Bihar) বিধানসভা নির্বাচন। নীতীশ কুমারকে (Nitish Kumar) গদি থেকে সরাতে নিজেদের মতো ঘুঁটি সাজাচ্ছে বিরোধীরা

July 26, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৪০: চলতি বছরের শেষে বিহারে (Bihar) বিধানসভা নির্বাচন। নীতীশ কুমারকে (Nitish Kumar) গদি থেকে সরাতে নিজেদের মতো ঘুঁটি সাজাচ্ছে বিরোধীরা। তবে গত কয়েক দিনে একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে সংবাদমাধ্যমের শিরোনামে রয়েছে বিহার। ব্যবসায়ী খুন থেকে শুরু করে গণধর্ষণ, নানা ঘটনার জেরে সমালোচনায় নীতীশের সরকার। বিরোধীরা তো বটেই তাঁর জোটসঙ্গী প্রয়াত রামবিলাস পাসোয়ানের পুত্র চিরাগের (Chirag Paswan) দলও বার বার বিহার সরকারকে নিশানা করছে।

আসন ভাগাভাগি নিয়ে আলোচনার আগেই বিহারে এনডিএ (NDA) সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠলেন লোক জনশক্তি দলের প্রধান চিরাগ পাসওয়ান। নীতীশ সরকারের তীব্র সমালোচনা করে এলজেপি প্রধানের বার্তা, ‘ভাবলে দুঃখ হয়, আমরা এই সরকারকে সমর্থন করি।’ চিরাগের বয়ান সামনে আসার পরই শোরগোল শুরু হয়েছে বিহার রাজনীতিতে। প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কী আসন্ন নির্বাচনে এনডিএ সরকারের বিরুদ্ধে লড়াইয়ে নামতে চলেছে চিরাগের দল?

ভোটের প্রাক্কালে কয়েক মাস ধরে বিহারে অপরাধ চরম আকার নিয়েছে। শুরু হয়েছে খুনের রাজনীতি। একের পর এক রাজনৈতিক নেতা খুনে প্রশ্ন উঠতে শুরু করেছে বিহারের আইনশৃঙ্খলা নিয়ে। বিরোধীদের অভিযোগ, শাসকদল জেডিইউ ও বিজেপির যৌথ প্রশ্রয়ে শুরু হয়েছে এই খুনে রাজনীতি। প্রশাসনেরও কোনও হেলদোল নেই। এই পরিস্থিতির মাঝেই শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নীতীশ সরকারের সমালোচনায় সরব হন চিরাগ পাসওয়ান।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে চিরাগ মনে করছেন, কেন্দ্রীয় রাজনীতি নয় তাঁর প্রয়োজন রাজ্যস্তরে রাজনীতিতে। অনেকের মতে, কেন্দ্রীয় মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়ে চিরাগ বিহারের বিধানসভা নির্বাচনে ঝাঁপাবেন। দিন কয়েক আগেই তিনি জানিয়েছিলেন, বিহারের আসন্ন বিধানসভা ভোটে সব আসনে লড়বে তাঁর দল এলজেপি (রামবিলাস)।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen