এশিয়ান গেমসে ইতিহাস, পুরুষ ডাবলসে সোনা সাত্ত্বিক-চিরাগ জুটির
Asian Games 2023: ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসে ইতিহাস গড়ে সোনা সাত্ত্বিক-চিরাগ জুটির
October 7, 2023
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ঐতিহাসিক সোনা জিতল সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। এশিয়ান গেমসের ইতিহাসে ব্যাডমিন্টনের পুরুষদের ডাবলসে প্রথমবার সোনা জিতল ভারত। এর ফলে চলতি এশিয়ান গেমসে ১০১টি পদক হয়ে গেল ভারতের।
এই জয় দেশের ব্যাডমিন্টন তারকাদের উদীপ্ত করবে সন্দেহ নেই। টানটান ম্যাচ হয়েছে ফাইনালে। দুই তারকার কোর্টে সমঝোতার কাছে কার্যত দাঁড়াতে পারেনি কোরিয়ান জুটি। খেলার ফল ২১-১৮, ২১-১৬।