‘মৃত্যুপুরী’ ওয়েনাড়ের পাশে দাঁড়াচ্ছেন দক্ষিণের চলচ্চিত্র জগতের তারকারা

মৃতের সংখ্যা ৩০০-ও ছাড়িয়েছে। এই ভয়াবহ পরিস্থিতিতে কেরলের পাশে দাঁড়ালেন দক্ষিণের চলচ্চিত্র জগতের একাধিক তারকা।

August 5, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রকৃতির রোষের কবলে পড়েছে কেরলের ওয়েনাড়। এক রাতের বৃষ্টিতে কার্যত লন্ডভন্ড হয়ে গেছে ওয়েনাড়। ওয়েনাড় বর্তমানে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। মৃতের সংখ্যা ৩০০-ও ছাড়িয়েছে। এই ভয়াবহ পরিস্থিতিতে কেরলের পাশে দাঁড়ালেন দক্ষিণের চলচ্চিত্র জগতের একাধিক তারকা।

জ্যোতিকা থেকে শুরু করে বিক্রম, রশ্মিকা,কার্থি, সূর্য-সহ বহু দক্ষিণী অভিনেতা-অভিনেত্রী ত্রাণ দিয়ে সাহায্য করার উদ্যোগ নিয়েছেন। যে যাঁর সাধ্যমতো উজাড় করে মুখ্যমন্ত্রীর ক্রাণ তহবিলে দান করেছিলেন। এবার মৃত্যুপুরী ওয়ানড়ের পুনর্বাসনের জন্য বড় আর্থিক সাহায্য চিরঞ্জিবী এবং রামচরণের। পিতা-পুত্র মিলে এক কোটি টাকা অনুদান দিয়েছেন। এদিকে বিধ্বস্ত ওয়ানড়ের পাশে দাঁড়িয়েছেন ‘পুষ্পা’ স্টার আল্লু অর্জুনও। ৫ লক্ষ টাকার আর্থিক সাহায্য করে আল্লু অর্জুন জানিয়েছেন, “কেরালা আমাকে অনেক কিছু দিয়েছে। এবার আমি ত্রাণের কাজে ২৫ লক্ষ টাকা দিয়ে আমার কর্তব্য করলাম।”

কেরালার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক অনুদান দিয়ে মেগাস্টার চিরঞ্জিবীর মন্তব্য, “গত কয়েক দিনে প্রকৃতির রোষে পড়ে কেরালায় ধ্বংসযজ্ঞের ফলে শত শত জীবনহানি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণও প্রচুর। ওয়ানাড়ের এহেন বিপর্যয়ে আমরা গভীরভাবে মর্মাহত। আমি এবং রামচরণ এক কোটি টাকা দিলাম। যাঁদের ক্ষতি হয়েছে, আমরা তাঁদের পাশে রয়েছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি দ্রুত যেন সব ঠিক হয়ে যায়।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen