পর্যটকদের সুখবর, পুজোর আগে খুলছে সিকিমের চো-লা ও ডোকলাম

September 9, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১০:৩০: শারদ উৎসবের ঠিক আগে অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য সুখবর। দীর্ঘদিন সামরিক ইতিহাসের সাক্ষী হয়ে থাকা চো-লা ও ডোকলাম (Doklam) এ বার খুলে যাচ্ছে ভারতীয় পর্যটকদের জন্য। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে এই দুই ঐতিহাসিক রণক্ষেত্র ভ্রমণের অনুমতি দেবে সিকিম সরকার (Sikkim Govt)।

সোমবার রাজ্যের পর্যটন ও বেসামরিক বিমান চলাচল দপ্তর জানায়, আপাতত কেবলমাত্র ভারতীয় নাগরিকরা এই সুযোগ পাবেন। বিদেশিদের প্রবেশের অনুমতি ছাঙ্গুর বাইরে দেওয়া হবে না। প্রাথমিকভাবে প্রতিদিন ২৫টি গাড়ি প্রবেশ করতে পারবে। খুব শিগগিরই পারমিট দেওয়া শুরু হবে।

ডোকলাম পূর্ব সিকিমে, গ্যাংটক থেকে প্রায় ৬৮ কিলোমিটার দূরে, সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩,৮৮০ ফুট উঁচুতে। ২০১৭ সালে এখানেই ভারত-চিন সেনার মধ্যে টানা দু’মাস উত্তেজনা তৈরি হয়েছিল। আট বছর পরে পর্যটনের নতুন দিগন্ত খুলছে এই এলাকায়।

অন্যদিকে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৩ হাজার ফুট উচ্চতায় চো-লা পাস। নাথু-লা থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে অবস্থিত এই গিরিপথ একসময় সিকিম-তিব্বতের বাণিজ্যপথ হিসেবে গুরুত্বপূর্ণ ছিল। ১৯৬৭ সালে এখানেও ভারত-চিন সেনার সংঘর্ষ হয়েছিল। সিকিম রাজপরিবারও একসময়ে নিয়মিত এই পথ ব্যবহার করত।

পর্যটকদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে কিছু নিয়মও বেঁধে দিয়েছে রাজ্য সরকার। ভ্রমণের আগে ১৭ মাইল, কুপুপ ও গ্নাথং এলাকায় অবস্থান করে শরীরকে উচ্চতার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে হবে। ডোকলামে ইতিমধ্যেই পর্যটন পরিকাঠামো তৈরি হয়েছে, আর চো-লার ৫ কিলোমিটার এলাকা যেহেতু পাঙ্গোলাখা বন্যপ্রাণী অভয়ারণ্যের মধ্যে পড়ে, সেখানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি সীমিত শর্তে বাইক ভ্রমণের অনুমতিও দেওয়া হবে। পুজোর আগে এই সিদ্ধান্তে খুশির হাওয়া বইছে পর্যটক এবং পর্যটন ব্যবসায়ী মহলে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen